রংপুর পীরগঞ্জের চান্দের বাজার স্কুলে শিক্ষার্থীদেরকে নতুন ড্রেস দিলো ডিএসসি
- আপডেট টাইম : ১১:২৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
- / ১৯৪ ৫০০০.০ বার পাঠক
রংপুর পীরগঞ্জের মানবিক প্রতিষ্ঠান ‘ডিএসসি বিজনেস কোম্পানি লিঃ’ নতুন বছরের শুরুতে চাঁন্দের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস দিয়েছে। সকাল ১১টায় উপজেলার চাঁন্দের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীকে নতুন ড্রেস দেয়া হয়েছে। ওই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চাঁন্দের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী দুলাল, ডিএসসি প্রতিষ্ঠানের চেয়ারম্যান এজেএম সিরাজুল ইসলাম, কবি সুলতান আহমেদ সোনা, সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন, সাবেক শিক্ষক এটিএম জওয়াহের আলী প্রমুখ।
ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এজেএম সিরাজুল ইসলাম বলেন, আমরা বছরের শুরুতে ছাত্রদেরকে নেভি ব্লু রংয়ের প্যান্ট, মেরুন রংয়ের শার্ট এবং ছাত্রীদেরকে মেরুন রংয়ের শার্ট, স্যালোয়ার ও নেভি ব্লু রংয়ের স্কার্ট দিয়েছি। ড্রেস দেয়ায় শিক্ষার্থীরা স্কুলে নিয়মিত উপস্থিত হবে। শিক্ষার্থীরা নতুন বই আর নতুন ড্রেসে স্কুলে আসলে শিক্ষার্থীদের মাঝে পড়াশোনায় প্রতিযোগিতা বাড়বে এবং মনোযোগী হবে বলে আমরা বিশ্বাস করি।