পাথরঘাটায় পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাই ভাই দ্বন্দ্বে অসহায় জীবনযাপন করছেন নিজাম, ন্যায় বিচারের দাবি
- আপডেট টাইম : ০৫:২৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
- / ১৯০ ৫০০০.০ বার পাঠক
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন কাকচিড়া ইউনিয়নের রুপদন গ্রামের আকন বাড়ির আব্দুল খালেক আকনের মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে তার জমি জমার মালিক হন তার চার ছেলে ও দুই কন্যা সন্তান এবং তার স্ত্রী।
উল্লেখ্য, তার সন্তান ও স্ত্রীর মধ্যে তার রেখে যাওয়া সম্পত্তি ভাগ বন্টন হলে এক এক জন ছেলে ১৪ শতাংশ করে জমির মালিক হন, তার ছেলে জাকির বিদেশে গমন করার সময় সেজো ছেলে নিজাম ও ছোট ছেলে রিয়াজের নিকট তার ভাগের ১৪ শতাংশ জমি সাব কবলা হিসেবে বিক্রি করেন, কিন্তু ছোট ছেলে রিয়াজ তার ভাই নিজামের কবলাকৃত জমি ভোগদখল করার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেন নিজাম ও প্রতিবেশীগন।
এ ব্যাপারে প্রতিবেশীরা বলেন দুই ভাই রিয়াজ ও নিজাম অপর ভাই জাকিরের নিকট থেকে যৌথভাবে জমি ক্রয় করেছেন রিয়াজ ভোগদখল করবে এবং নিজাম করবে না এটা কি করে সম্ভব।
এলাকাবাসী আরো জানান, রিয়াজ এজজন ভূমিদস্যুর মতো তার ভাই নিজামের প্রতি আচার আচরণ করছেন, তিনি প্রবাসী জাকিরের স্ত্রী হাওয়া বেগম ও জাকিরের মেয়ে দ্বারা রিয়াজের সেজ ভাই নিজামকে নারী নির্যাতন মামলা দিবে বলে নানা প্রকার ভয় ভীতি প্রদর্শন করে আসছেন, নিজাম তার পৈত্রিক সম্পত্তি না পাওয়ায় স্ত্রী সন্তান নিয়ে চট্টগ্রামে কোনরকম দিনমজুর কাজ করে মানবেতর জীবন যাপন করছেন, নিজাম তার প্রবাসী ভাই জাকির কর্তৃক জমি ক্রয় করা ও পৈত্রিক সম্পত্তি থাকা সত্ত্বেও বছরে দুই একবার চট্টগ্রাম থেকে গ্রামে আসলে তার বসতবাড়িতে উঠতে পারতেছে না নানাভাবে হুমকি ধমকি লাঠিসোটা নিয়ে রিয়াজ ও তার প্রবাসী ভাইয়ের স্ত্রী ও কন্যা দ্বারা মারপিটের হুমকি প্রদান করে ও হেনস্থা করতেছে এতে যেকোনো সময়ে ঘটাতে পারে ভাই ভাই একটি খুনাখুনি ঘটনা, এ নিয়।