ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে ছাই ফার্মেসিসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি উপজেলা Logo রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টার ও আশুলিয়ার শ্রীপুর থেকে ২ লাশ উদ্ধার করা হয় Logo সিএনজি ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৫ Logo ফোনকল ফাঁস, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত Logo ফাহামেদুলকে ছাড়াই খেলবে বাংলাদেশ Logo আমাকে তারা বুট দিয়ে লাথি মেরেছে, পিটাইছে: বুয়েট শিক্ষার্থী রাফিদ Logo অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান, জরিমানা আরোপ Logo সপ্তম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও দেহ ব্যবসা করানোর অভিযোগ.মামলা লিতে নারাজ পুলিশ Logo নাসিরনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

চ্যাম্পিয়ন্স লিগে কঠিন ড্র পেল পিএসজি, খেলতে হবে বার্সা-বায়ার্নের বিপক্ষে

  • স্পোর্টস রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৫ ১০.০০০ বার পড়া হয়েছে

এই মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে একাধিক বড় লড়াই ঠিক হয়ে গেছে। বৃহস্পতিবারের ড্রতে রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলতে হবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে। গত মৌসুমের শিরোপাজয়ী প্যারিস সেন্ট জার্মেইঁও পেয়েছে কঠিন প্রতিপক্ষ। তাদের সামনে থাকছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ।

জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানসিটির মুখোমুখি হবে। আর অ্যানফিল্ডে খেলবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে।

আর্নে স্লটের লিভারপুল গত মৌসুমে লিগ পর্বে প্রথম হলেও শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে গিয়েছিল। তারা এবার খেলবে আতলেতিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহোভেন ও আজারবাইজানের কারাবাখের বিপক্ষে। এছাড়া তাদের যেতে হবে ইন্টার মিলান, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই ও তুরস্কের গালাতাসারাইয়ের মাঠে।

২০২৩ সালের চ্যাম্পিয়ন সিটি এবার ঘরের মাঠে আতিথ্য দেবে বরুসিয়া ডর্টমুন্ড, বেয়ার লেভারকুজেন, ইতালির চ্যাম্পিয়ন নাপোলি ও গালাতাসারাইকে। খেলতে হবে ভিয়ারিয়াল, মোনাকো, নরওয়ের নবাগত বোডো/গ্লিমট ও রিয়াল মাদ্রিদের মাঠে গিয়েও।

গেল বারের চ্যাম্পিয়ন লুইস এনরিকের পিএসজি এবারও কঠিন প্রতিপক্ষ পাচ্ছে। ঘরের মাঠে খেলবে বায়ার্নের বিপক্ষে। বার্সেলোনার মাঠে খেলতে যাবে। এছাড়া তাদের সামনে থাকছে টটেনহ্যাম, নিউক্যাসল, আতালান্তা, লেভারকুজেন, স্পোর্টিং লিসবন ও অ্যাথলেটিক বিলবাও।

চ্যাম্পিয়নস লিগে প্রত্যেক দল আটটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে। মোট ৩৬টি দল এক লিগেই থাকবে, আগের মতো গ্রুপ ভাগ করা হবে না। শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দল খেলবে নকআউট প্লে-অফে। শেষ ১২ দলের আসর শেষ হয়ে যাবে সেখানেই।

প্রথম রাউন্ডের খেলা হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। শেষ রাউন্ড ২৮ জানুয়ারি। ফাইনাল হবে আগামী ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে ছাই ফার্মেসিসহ ৮ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি উপজেলা

চ্যাম্পিয়ন্স লিগে কঠিন ড্র পেল পিএসজি, খেলতে হবে বার্সা-বায়ার্নের বিপক্ষে

আপডেট সময় ১২:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

এই মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগে একাধিক বড় লড়াই ঠিক হয়ে গেছে। বৃহস্পতিবারের ড্রতে রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলতে হবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটিকে। গত মৌসুমের শিরোপাজয়ী প্যারিস সেন্ট জার্মেইঁও পেয়েছে কঠিন প্রতিপক্ষ। তাদের সামনে থাকছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ।

জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যানসিটির মুখোমুখি হবে। আর অ্যানফিল্ডে খেলবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে।

আর্নে স্লটের লিভারপুল গত মৌসুমে লিগ পর্বে প্রথম হলেও শেষ ষোলোতে পিএসজির কাছে হেরে গিয়েছিল। তারা এবার খেলবে আতলেতিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহোভেন ও আজারবাইজানের কারাবাখের বিপক্ষে। এছাড়া তাদের যেতে হবে ইন্টার মিলান, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, মার্সেই ও তুরস্কের গালাতাসারাইয়ের মাঠে।

২০২৩ সালের চ্যাম্পিয়ন সিটি এবার ঘরের মাঠে আতিথ্য দেবে বরুসিয়া ডর্টমুন্ড, বেয়ার লেভারকুজেন, ইতালির চ্যাম্পিয়ন নাপোলি ও গালাতাসারাইকে। খেলতে হবে ভিয়ারিয়াল, মোনাকো, নরওয়ের নবাগত বোডো/গ্লিমট ও রিয়াল মাদ্রিদের মাঠে গিয়েও।

গেল বারের চ্যাম্পিয়ন লুইস এনরিকের পিএসজি এবারও কঠিন প্রতিপক্ষ পাচ্ছে। ঘরের মাঠে খেলবে বায়ার্নের বিপক্ষে। বার্সেলোনার মাঠে খেলতে যাবে। এছাড়া তাদের সামনে থাকছে টটেনহ্যাম, নিউক্যাসল, আতালান্তা, লেভারকুজেন, স্পোর্টিং লিসবন ও অ্যাথলেটিক বিলবাও।

চ্যাম্পিয়নস লিগে প্রত্যেক দল আটটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে। মোট ৩৬টি দল এক লিগেই থাকবে, আগের মতো গ্রুপ ভাগ করা হবে না। শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম স্থানে থাকা দল খেলবে নকআউট প্লে-অফে। শেষ ১২ দলের আসর শেষ হয়ে যাবে সেখানেই।

প্রথম রাউন্ডের খেলা হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। শেষ রাউন্ড ২৮ জানুয়ারি। ফাইনাল হবে আগামী ৩০ মে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।


প্রিন্ট