ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

  • সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:০৩:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১
  • ২৩২ ০.০০০ বার পাঠক

আন্তর্জাতিক ডেস্ক।।

মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করায় দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার তিনি এ নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ক্ষমতা ত্যাগের জন্য মিয়ানমার সেনাবাহিনীকে চাপ দেওয়ার জন্য সম্মিলিত আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে তিনি বেসামরিক নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং নির্বাচিত নেতা অং সান সুচিকে আটক করাকে ‘গণতন্ত্র ও আইনের শাসনে দেশের উত্তরণে প্রত্যক্ষ আক্রমণ’ বলে তিনি নিন্দা করেছেন।

এক বিবৃতিতে বাইডেন বলেন, গ্রহণযোগ্য একটি নির্বাচনের ফলাফল মুছে দিয়ে সামরিক বাহিনী যেন জনগণের অভিপ্রায়কে ভূলুণ্ঠিতের চেষ্টা না করে।

মিয়ানমারের গণতন্ত্রের অগ্রগতির জন্য গত দশকে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র। বাইডেন জানিয়েছেন, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলে যুক্তরাষ্ট্রের অনুমোদিত আইন এবং কর্তৃপক্ষের তাৎক্ষণিক পর্যালোচনা করা দরকার, তারপরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ওই নিষেধাজ্ঞা ফের পুনর্মূল্যায়ন করা হতে পারে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গণতন্ত্র যেখানেই হামলার শিকার হবে সেখানেই তা রক্ষায় এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র।’

উল্লেখ্য, সোমবার সকালে নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিভিশনে ঘোষণা করা হয়েছে, সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল মিং অং হ্লাংয়ের কাছে এক বছরের জন্য ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

আপডেট টাইম : ০৫:০৩:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১

আন্তর্জাতিক ডেস্ক।।

মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করায় দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার তিনি এ নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ক্ষমতা ত্যাগের জন্য মিয়ানমার সেনাবাহিনীকে চাপ দেওয়ার জন্য সম্মিলিত আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন বাইডেন। একই সঙ্গে তিনি বেসামরিক নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং নির্বাচিত নেতা অং সান সুচিকে আটক করাকে ‘গণতন্ত্র ও আইনের শাসনে দেশের উত্তরণে প্রত্যক্ষ আক্রমণ’ বলে তিনি নিন্দা করেছেন।

এক বিবৃতিতে বাইডেন বলেন, গ্রহণযোগ্য একটি নির্বাচনের ফলাফল মুছে দিয়ে সামরিক বাহিনী যেন জনগণের অভিপ্রায়কে ভূলুণ্ঠিতের চেষ্টা না করে।

মিয়ানমারের গণতন্ত্রের অগ্রগতির জন্য গত দশকে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র। বাইডেন জানিয়েছেন, সেই প্রতিশ্রুতি ভঙ্গ করলে যুক্তরাষ্ট্রের অনুমোদিত আইন এবং কর্তৃপক্ষের তাৎক্ষণিক পর্যালোচনা করা দরকার, তারপরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ওই নিষেধাজ্ঞা ফের পুনর্মূল্যায়ন করা হতে পারে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গণতন্ত্র যেখানেই হামলার শিকার হবে সেখানেই তা রক্ষায় এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র।’

উল্লেখ্য, সোমবার সকালে নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর মালিকানাধীন টেলিভিশনে ঘোষণা করা হয়েছে, সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল মিং অং হ্লাংয়ের কাছে এক বছরের জন্য ক্ষমতা হস্তান্তর করা হয়েছে।