নতুন রোড এর ঢালাই কাজের শুভ উদ্বোধন করলেন মেম্বার রুহুল আমিন মন্ডল
- আপডেট টাইম : ১০:৩৭:৫২ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৯৭ ৫০০০.০ বার পাঠক
আশুলিয়া ইউনিয়ন পরিষদ এর ৮ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত ইউপি সদস্য মোঃ রুহুল আমিন মন্ডল তার নিজস্ব এলাকা পাড়াগ্রাম এর সিরাজুল ইসলাম মাদবর এর বাড়ির সামনে হতে বলমত মাদবরের বাড়ি তথা একেবারে পাকা রাস্তা পর্যন্ত আর সি সি দ্বারা ঢালাই রোড এর,
শুভ উদ্বোধন করেন।১৩ ই নভেম্বর২০২২ রবিবার সকাল ৮ টার সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ময়মুরুব্বির সমন্বয়ে নিজে উপস্থিত থেকে রোডটির ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন।এসময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে মেম্বার রুহুল আমিন মন্ডল বলেন।
জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে।ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ।আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ।জনগন শহরের সুবিধা পাবে গ্রামে,এটাই চায় বঙ্গবন্ধু কন্যা।দেশে উন্নয়ন হয় আওয়ামীলীগ সরকার থাকলে,আওয়ামীলীগ সরকার মানেই উন্নয়নের সরকার। আমি ঢাকা জেলা সাভার উপজেলা আশুলিয়া থানা আওয়ামীলীগ এর উর্দ্ধতন নেতাকর্মীদের সলাপরামর্শে। সকল কার্য সম্পন্ন করে এলাকার উন্নয়ন করে চলেছি।আশাকরি আগামীদিনে এই সরকার থাকতে একটি কাঁচা রোড খুৃজে পাওয়া কঠিন হবে ইনশাআল্লাহ।
আশুলিয়া ইউনিয়নের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান শাহাব উদ্দিন ভাই।অত্যান্ত নিষ্ঠার সাথে ইউনিয়ন পর্যালোচনা করে পরিচালনা করে চলেছেন।তার হাত দিয়েই আজ আশুলিয়া ইউনিয়ন পরিষদ এর এত উন্নয়ন।বিগতদিনের যত চেয়ারম্যান আশুলিয়া ইউনিয়নে এসেছে তার মত উন্নয়ন তার মত জনবান্ধব নেতা আর একটিও নাই।আমি একজন ক্ষুদ্র ইউপি সদস্য হিসাবে বলবো আশুলিয়া ইউনিয়নের উন্নয়নে ইউপি সেবা পেতে জনগনের আস্থার প্রতিক একজন শাহাব উদ্দিন মাদবর হলেই যতেষ্ট।সকাল থেকে গভীর রাত পর্যন্ত যিনি ইউনিয়নের মানুষের কথা ভাবেন,গরীব দুঃখী ফকির মিসকিন যার কাছে নেই কোনো ভেদাভেদ তিনি আর কেউ নয় জনবান্ধব জননেতা নিপীড়িত জনতার আস্থার প্রতিক আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর।তবে
আমি বলবো সকল উন্নয়নের কারীগর মমতাময়ী মা বাংলার জননী ১৮ কোটি মানুষের একমাত্র ভরসার পাত্র।বঙ্গকন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তার দির্ঘআয়ু কামনা করি,এই সোনার বাংলা সোনায় সোনায় পরিনত করতে বার বার দরকার আওয়ামীলীগ সরকার।আসুন দেশের উন্ননের ধারা অব্যাহত রাখতে একে অপরের সহযোগীতা করি নিজের এলাকা নিজেরাই গড়ি।