কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই ভাই নিহত

- আপডেট টাইম : ০১:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৯৫ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানার সামনে এক কভার ভ্যানের সাথে মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে একই পরিবারের আপন দুই ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈরে উপজেলার হরিনহাটি এলাকার মৃত আবদুল সালামের ছেলে আলামীন (৩২) ও অনিক হোসেন (২৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর নবীনগর মহাসড়কের চন্দ্রা এলাকায় ওয়ালটন কারখানার ইউটার্নের সামনে কভার ভ্যান ঘুরানোর সময় চন্দ্রামুখী একটি মোটরসাইকেল এসে কভার ভ্যানকে সজোরে ধাক্কা মারলে সাথে সাথে বিকট শব্দ হয়ে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী এক ভাই ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর ভাইকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়।
সালনা হাইওয়ে পুলিশের (ওসি) আতিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছে। তাদের লাশ দুটি উদ্ধার করা হয়েছে।
তারিখঃ- ০৮.১১.২০২২ খ্রি.