রংপুর পীরগঞ্জ থানায় ধর্ষন মামলা হওয়ার পরেও আসামী ধরাছোঁয়ার বাইরে

- আপডেট টাইম : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৯৮ ৫০০০.০ বার পাঠক
রংপুর পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের মাগুরা ফকির পাড়া গ্রামের রায়হান নিয়ার স্ত্রী মাজেদা বেগম (৩৫), একই গ্রামের পার্শ্ববর্তী প্রতিবেশী নুরুন্নবী মিয়া(২৩) পিতা-গোফফার গত ০৭/০৯/২০২২ইং তারিখে নুরুন্নবীর নিজ শয়ন কক্ষে মোবাইলফোনে ডেকে এনেধর্ষন করার পর মাজেদা বেগম গ্রামবাসির কাছে বিচার প্রার্থনা করে।কিন্তু দুঃখজনক হলেও সত্যি কে শোনে কার কথা। এমনকি মাজেদা গরীব হওয়ায় সে সুষ্ঠু বিচারের দাবিতে গত ১১ সেপ্টেম্বর দুপুর ২ ঘটিকায় পীরগঞ্জ থানায় নিজে উপস্থিত হয়ে একটি মামলা করেন মামলা নং জি আর ৩২৬,।
মামলা হওয়া প্রায় ১ মাস ছুঁইছুঁই আসামী ধরা ছোয়ার বাইরে রয়ে গেছে। মাজেদা বলেন আমি গরিব হওয়ায় কি সুষ্ঠু বিচার পাবো না,এবং আসামীকে কেনো পুলিশ ধরতে এতো বিলম্ব করছে তাও আমার জানা নেই।আমি মামলা করায় আসানী নুরুন্নবী আমাকে বিভিন্ন ফোন থেকে বিভিন্ন সময় হুমকি প্রদান করে আসছে,সব নাম্বার গুলো আমি পীরগঞ্জ থানা পুলিশকে দেওয়ার পরেও আসমীকে কেনো ধরছে না আমি বুঝতেপারছিনা বলেও জানান ভুক্তভুগি মাজেদা বেগম।