ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪

সহপাঠীর আঘাতে সহপাঠীর মৃত্যু

মোঃ তারিকুল ইসলাম সিন্টু নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : ১২:৪৮:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • / ১৯৪ ৫০০০.০ বার পাঠক

পিরোজপুরের নাজিরপুরে শ্রেণিকক্ষে বসা নিয়ে সহপাঠীর ঘুষিতে মো. আকাঈদ শেখ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার(১৩/০৯/২০২২) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আকাঈদ শেখ উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের নজরুল শেখের ছেলে। সে উপজেলার বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ঘটনার সঙ্গে জড়িত রেদওয়ান শেখ একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক শেখের বড় ছেলে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার মিস্ত্রী জানান, গত ৩১ আগস্ট সকালে ওই দুই ছাত্রের মধ্যে শ্রেণি কক্ষের একই বেঞ্চে বসা নিয়ে হাতাহাতি হয়। এতে আকাঈদ শেখ তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বিষয়টি শুনে আমরা মীমাংসা করে দেই ও বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা করাই। প্রথমে সে স্বাভাবিক ছিল কিন্তু গত কয়েক দিন ধরে  হঠাৎ অসুস্থ হলে পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সহপাঠীর আঘাতে সহপাঠীর মৃত্যু

আপডেট টাইম : ১২:৪৮:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

পিরোজপুরের নাজিরপুরে শ্রেণিকক্ষে বসা নিয়ে সহপাঠীর ঘুষিতে মো. আকাঈদ শেখ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার(১৩/০৯/২০২২) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আকাঈদ শেখ উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের নজরুল শেখের ছেলে। সে উপজেলার বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ঘটনার সঙ্গে জড়িত রেদওয়ান শেখ একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক শেখের বড় ছেলে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার মিস্ত্রী জানান, গত ৩১ আগস্ট সকালে ওই দুই ছাত্রের মধ্যে শ্রেণি কক্ষের একই বেঞ্চে বসা নিয়ে হাতাহাতি হয়। এতে আকাঈদ শেখ তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়। বিষয়টি শুনে আমরা মীমাংসা করে দেই ও বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা করাই। প্রথমে সে স্বাভাবিক ছিল কিন্তু গত কয়েক দিন ধরে  হঠাৎ অসুস্থ হলে পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।