দেশের মানুষকে শোষণ করার জন্যেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিলো।আইনমন্ত্রী
- আপডেট টাইম : ০৪:০৯:০৮ অপরাহ্ণ, বুধবার, ২৪ আগস্ট ২০২২
- / ১৮৯ ৫০০০.০ বার পাঠক
বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্যেই বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক (এমপি)। পাকিস্তানী হানাদাররা বঙ্গবন্ধুকে হত্যা করতে সাহস পায় নি, কিন্তুু আমাদের দেশের কুলাঙ্গাররা নির্মমভাবে জাতির পিতার পরিবারকে হত্যা করেছে। তারা চেয়েছিলো বাংলাদেশকে বিশ্বের দরবারে ভিক্ষুক হিসেবে চিহ্নিত করতে, কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয় নি।
গতকাল বুধবার (২৪ আগস্ট) দুপুরে কসবা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা মহান মুক্তিযুদ্ধে বিরোধীতাকারী রাজাকার আলবদরদের গাড়িতে পতাকা উড়ানোর অধিকার দিয়েছিলো, তারা ছিলো বিএনপি। বঙ্গবন্ধু দেশের মানুষকে মনে প্রাণে ভালোবাসতেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ছে তাঁর সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে শেখ হাসিনার সরকার সম্মানী ভাতা বৃদ্ধিসহ তাদের আবাসস্থল তৈরি করে দিচ্ছেন।
নব নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, কসবা পৌরসভার মেয়র মোঃ গোলাম হাক্কানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শহীদুল্লাহ, খাড়েরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ খান, বীর মুক্তিযোদ্ধা এস. আর. এম ফারুক, ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে আগত এম. ওয়াছেল সিদ্দিকী, মোঃ আবু হুরায়রাহ, এডভোকেট আক্তার হোসেন সাঈদ, রুস্তম আলী, তাজুল ইসলাম, সাবেক কসবা উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) সামসুল আলম।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) থেকে ইয়াসিন মনি খান
01601-335733
তারিখ:- ২৪-০৮-২০২২