সরকারি বিভিন্ন দপ্তরের ভুয়া নিয়োগপত্র ও জাল-জালিয়াতির হোতা বহুরূপী তছলিম
- আপডেট টাইম : ০৫:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
- / ২৮৩ ৫০০০.০ বার পাঠক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি বিভিন্ন দপ্তরের ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকুরী প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে রাজকীয় জীবন-যাপনকরছেন বহুরূপী প্রতারক তসলিম। বহুরূপী প্রতারক তসলিমের কাছে প্রতারণার শিকার হয় বহু মানুষ আজ রাস্তার ভিখারি।এক ভুক্তভোগী এই প্রতিবেদককে আমার ভাই এস,এম ওয়ালী উল্লাহ কে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ক্যাজুয়াল)অস্থায়ী ভিত্তিতে চাকরি দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে পনের লক্ষ(১৫) টাকা নিয়ে কয়েকদিন পর আমাদেরকে এ্যাসেনশিয়াল ড্রাগ এর একটি নিয়োগপত্র দিয়ে বলে আপনি চাকরিতে যোগদান করুন,পরবর্তীতে আমার ভাই এস এম ওয়ালী উল্লাহ প্রতারক তসলিমের দেওয়া নিয়োগপত্র নিয়ে সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এ্যাসেনশিয়াল ড্রাগ এ যোগদান করতে গেলে ধরা পড়ে নিয়োগপত্র ভুয়া। এরপর থেকে বহুরূপী তসলিমের মোবাইলে ফোনে দিনের বেলায় ফোন দিলে বলে আমি মন্ত্রণালয় আছে,রাতে ফোন দিলে বলে আমি মন্ত্রীর বাসায় আছি,সচিবের বাসায় আছি,পুলিশ কমিশনারের সাথে মিটিংয়ে আছি একেক সময় একেক কথা বলে ফোন লাইন কেটে দিতো। এ-ই ভুক্তভোগী আরো বলেন বহুরূপী প্রতারক তসলিম এর কাছে টাকা ফেরত চাইলে আমাদেরকে ডিবি পুলিশের ভয় দেখাইত। বহুরূপী প্রতারক তসলিমের কাছে প্রতারণার শিকার অন্য এক ভুক্তভোগী এ-ই প্রতিবেদককে বলেন আমার বাবা মোঃ আতিয়ার রহমান কে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পাইয়ে দেওয়ার কথা বলে আমার বাবা থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আমার বাবাকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেয়,পরবর্তীতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গিয়ে জানতে পারি আমরা বহুরূপী প্রতারক তসলিমের প্রতারণার শিকার হয়েছি। বহুরূপী প্রতারক তসলিম এর কাছে টাকা ফেরত চাইলে আমাদেরকে বলে আমি ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য টাকা ফেরত না দিলে কি করতে পারবি কিছুই করতে পারবি না আমার। বহুরূপী প্রতারক তসলিমের দেওয়া ভুয়া নিয়োগপত্র,ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের কপি হাতে আসার পর এই প্রতিবেদক বহুরূপী প্রতারক তসলিম এর মোবাইল ফোনে ফোন দিয়ে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বিশ্রী ভাষায় গালিগালাজ করেন এবং পরবর্তীতে এই প্রতিবেদক এর হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস এর মাধ্যমে ডিবি পুলিশের হুমকি দিয়ে থাকে।এদিকে দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার অনুসন্ধানে বেরিয়ে আসে বহুরূপী প্রতারক তসলিমের বর্তমান ঠিকানা ও গ্রামের বাড়ির ঠিকানা।বহুরূপী বহুরূপী প্রতারক তসলিমের স্থায়ী ঠিকানা, মোঃ তসলিম। পিতাঃ মোঃ রেজাউল করিম,গ্রামঃ পাঁচবাড়িয়া,থানাঃ সোনাইমুড়ী,জেলাঃ নোয়াখালী। বর্তমান ঠিকানা,পূর্ব রসুলপুর,৯নং রোড,রনি মার্কেট,থানাঃকামরাঙ্গীরচর, জেলাঃঢাকা।
বহুরূপী প্রতারক তসলিমের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে এবং কয়েকটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ভুক্তভোগীদের দাবি বহুরূপী প্রতারক তসলিমকে আইনের আওতায় নিয়ে যেনো শাস্তি দেওয়া হয়,এবং বহুরূপী প্রতারক তসলিম এর কাছ থেকে তাদের টাকা উদ্ধারে সাহায্য করেন। (বিস্তারিত আগামী পর্বে)