ফুলবাড়ীতে সমাজকর্ম ও শিশু সুরক্ষা বিষয়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০২:৩১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২
- / ২৪০ ৫০০০.০ বার পাঠক
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সমাজকর্ম ও শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিন টায় উপজেলা সমাজ সেবা অধিদপ্তর ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রায়হানুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী ইউনিয়নের সমাজকর্মী সাইফুর রহমান, সাংবাদিক মাহফুজার রহমান প্রমূখ।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ত্রাণ পুনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সহকারি কৃষি কর্মকর্তা মোঃ রায়হান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) প্রমূখ।