আশুলিয়ায় সাংবাদিক ফাহিম কে হুমকির প্রতিবাদে মানববন্ধন
- আপডেট টাইম : ০১:১০:৪৭ অপরাহ্ণ, সোমবার, ১ আগস্ট ২০২২
- / ১৯২ ৫০০০.০ বার পাঠক
নওগাঁও জেলার আত্রাই উপজেলার হতদরিদ্র মেহনতী পরিবারের মধ্যে সরকার প্রদত্ত প্রধানমন্ত্রীর দেওয়া চাউল বিতরণ ,একশ্রেণীর কুচক্রী মহল চুরি করে আত্মসাৎ করেন,উক্ত চাউল চুরির বিষয়ে শতভাগ সঠিক তথ্য সংগ্রহ করে,সাংবাদিক শিফাত মাহমুদ ফাহিম একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, চাউল চোরের সিন্ডিকেট টি ত্যাৎক্ষনিক বাংলাদেশ ছাত্রলীগ আত্রাই উপজেলার সভাপতি /সাধারণ সম্পাদকের মাথায় কাঁঠাল রেখে কোশ তুলে খাওয়ার চমৎকার মাস্টার প্লান তৈরি করেন,চোর সিন্ডিকেট এরা গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা উত্থাপন করে,সাংবাদি শিফাত মাহমুদ ফাহিম কে হেয়প্রতিপন্ন করতে ছাত্রলীগ কর্মীদের দিয়ে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন,চোর সিন্ডিকেট এর দেওয়া হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে ০১ ই আগস্ট (২০২২) সোমবার দুপুর ১২ টায়,ঢাকা জেলার আশুলিয়া থানার নবীনগরের জাতীয় সৃতিসৌধের মেইন ফটকে অগনিত সাংবাদিকদের উপস্থিতিতে একটি বিশাল মানববন্ধন করেন,এসময় সাংবাদিক গন একটি র্্যালি বের করে মহাসড়কের বিভিন্ন রোড প্রদক্ষিন করেন,সবার মুখে স্লোগান ছিলো চাউল চোরের আস্থানা এই বাংলায় রাখবনা,সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,সাংবাদিকদের হুমকি দাঁতাদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানানো হয়।