নওগাঁর আত্রাইয়ে কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে
- আপডেট টাইম : ০৪:১৭:২০ অপরাহ্ণ, সোমবার, ১৩ জুন ২০২২
- / ১৮৬ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ জেলা প্রতিনিধি।।
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নওগাঁর আত্রাইয়ে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৩ জুন) দুপুর ১২ টার সময় উপজেলা মাঠে
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ কে.এম কাউছার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ শাহিনুল ইসলাম, মোছাঃ তাছলিমা খাতুন,কেরামত আলী, নার্সারি মালিক কাজী রুহুল ইসলাম,। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) জলবায়ু বান্ধব কৃষি মো:শাওয়ন জানান আমরা এমেলায় বন্ধু চুলা, সবুজ সার, ধানের চাষ। স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড পলাশ জানানযে আমরা মুলতো গাছের ফল ঝরে য়ায় নষ্ট হয়ে যায এসব থেকে রক্ষাপাওয়ার জন্য আমরা দিক নির্দেশনা দেয়। এমেলায় বিভিন্ন ধরেনের চারা পাওয়া যাচ্ছে বলে জানান স্টল মালিকরা।