নওগাঁর আত্রাইয়ে ভৃমি সেবা সপ্তাহ ২২ র্যালিও আলোচনা সভা অনুষ্টিত হয়
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
- আপডেট টাইম : ১১:৫৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
- / ২২৬ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম(বাবু) নওগাঁ জেলা প্রতিনিধি।।
নওগাঁর আত্রাইয়ে ভূমি সেবা সপ্তাহ-২২ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) কাজি অনিক এর উদ্যোগে র্যালি ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা ভূমি অফিস থেকে বের হয়ে সাহেবগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালি ও আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাছ আলি, পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ খবিরুল ইসলাম, ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন প্রাঃ, মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ মোয়াজ্জেম, উপজেলা ভূমি অফিসের নাজির সুমন কুমার হাজরা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশরাফুল ইসলাম, ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী আল-আমিন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ রহিদুল ইসলাম, উপজেলা ভূমি অফিস সার্ভেয়ার ইয়াকুব আলী, উপজেলা ভূমি অফিস সহকারী সার্ভেয়ার ইমদাদুল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা একেএম কামরুজ্জামান, উপজেলা ভূমি অফিস সায়রাত সহকারী রুবেল হোসেনসহ সাংবাদিকবৃন্দ।