সংবাদ শিরোনাম ::
মান্দায় ১৪নং বিষ্ণুপুর ইউনিয়ন এ খোর্দ্দ বান্দাই খাড়া দক্ষিণ পাড়া গ্রামের রাস্তা বেহাল দশা
![](https://somoyerkontha.com/wp-content/uploads/2024/10/FB_IMG_1727975776303.jpg)
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:১৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ৩৭৩ ৫০০০.০ বার পাঠক
শাহাদুল ইসলাম (বাবু) নওগাঁ জেলা প্রতিনিধি।
মান্দায় ১৪নং বিষ্ণুপুর ইউনিয়ন এ খোর্দ্দ বান্দাই খাড়া দক্ষিণ পাড়া গ্রামের রাস্তা বেহাল দশা এ রাস্তা দিয়ে ৩০০ ঘরের লোক যাওআসা করে।অতসো রাস্তা সংস্কার করার কোন খবর নেই।মজার বিয়য় হলো এ গ্রামে মহিলা ওয়ার্ড মেম্বার আছে কিন্তু কারো কোন খবর নেই।আবার এখানে একটি মসজিদ আছে যা সব সময় মুসলিম কষ্টো করে নামায আদায় করে। এস এম গোলাম আজম চেয়ারম্যান সর্বপ্রথম এ রাস্তা ঠালায় দিয়ে কাজ শুরু করেন।মহল্লার দাবি যে বাকি টুকু কাজ আছে অতিদ্রত সংস্কার করবে এটাই মহল্লার দাবি।এস এম গোলাম আজম চেয়ারম্যান ১৪নং বিষ্ণুপুর ইউনিয়ন নিরারস ভাবে কাজ করে যাচ্ছে এ মহল্লার আশা অতিদ্রত রাস্তাটি সংস্কার করবে।
আরো খবর.......