ঠাকুরগাঁওয়ে ফেনসিডিলসহ যুবলীগ কর্মী গ্রেফতার
- আপডেট টাইম : ০৪:২৪:২২ অপরাহ্ণ, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৭৪ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও সদর প্রতিনিধি :।।
ঠাকুরগাঁও শহরে ১২ বোতল ফেনসিডিলসহ হানিফ নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বর্ণকারপট্টি এলাকার পুলিশ চেকপোস্টের সামনের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারককৃত মো. হানিফ (২৯) ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। তাকে প্রায় সময় কর্মী হিসেবে যুবলীগের মিটিং-মিছিলে দেখা গেছে।
ওসি তানভিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার স্বর্ণকারপট্টি এলাকার পুলিশ চেকপোস্টের সামনে হানিফের কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকানে তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং হানিফকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ স্বীকার করেছে দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার আদালতের মাধ্যমে হানিফকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, যুবলীগ একটি সুশৃঙ্খল সংগঠন। কোন অপরাধীর সাথে যুবলীগের সম্পর্ক নেই।