পর্যটকদের পদচারণায় মুখরিত সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র
- আপডেট টাইম : ১২:০৯:১৪ অপরাহ্ণ, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ৪২৯ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক মোংলা।।
২৫ শে ডিসেম্বর (শনিবার) খৃষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব “বড়দিন” দিনটি উপলক্ষে সুন্দরবনের পর্যটন স্পষ্ট “করমজল” পর্যটকদের পদচারণায় মুখরিত।
করমজল পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার সহ বেড়াতে আশা পর্যটকরা বলেন, আমরা করোনার কারনে বন্ধ থাকায় অনেকদিন সুন্দরবনে বেড়াতে আসতে পারি নাই।তাই অনেকদিন পর পরিবার সহ বেড়াতে এসে আমাদের খুব ভালো লাগছে।
মোংলা করমজল পর্যটনকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন,করোনার কারনে দীর্ঘদিন বন্ধ থাকায় করমজল সহ সুন্দরবনে পর্যটকদের উপস্থিতি অনেক কম ছিলো। বর্তমানে পর্যটকদের উপস্থিতি দিন দিন বাড়তে শুরু করেছে। খৃষ্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান “বড়দিন” দিনটি উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠান সহ সরকারী, বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।এছাড়া শুক্রবার ও শনিবার সরকারি ছুটি ছিলো।সব মিলিয়ে পরপর তিন ছুটি থাকায় পর্যটকদের উপস্থিতি অন্যান দিনের তুলনায় অনেক বেশী।আশা করি এভাবে যদি পরর্বতীতেও পর্যটক সুন্দরবনে আশা অব্যহত রাখে তাহলে সরকারি রাজস্ব অনেক বৃদ্ধি পাবে।পর্যটন খাত থেকে প্রতিবছর সরকারের যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরন করাও সম্ভব হবে বলে জানান তিনি।