গাজীপুরের কাশিমপুর থানাধীন ২নং ওয়ার্ডে বিটপুলিশিং কার্যক্রমের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে।
- আপডেট টাইম : ০২:২৫:৩৬ অপরাহ্ণ, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ২৭৬ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
পুলিশের সেবা মানুষের দ্বার গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে গাজীপুরের কাশিমপুরে বিটপুলিশিং কার্যক্রমের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে মহানগরীর ২নং ওয়ার্ডের লতিফপুর এলাকায় বিট পুলিশের নিজস্ব ভবন উদ্ভোধন করেন এ অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার জাকির হাসান।
বিট পুলিশিং কার্যালয়কে গতিশীল রাখতে এক খন্ড জমি দান করেন এরশাদ আলী মন্ডল। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদার সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অপরাধ উত্তর বিভাগের অতিরিক্ত উপর পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ, সিনিয়র সহকারী কমিশনার বেলাল হোসেন।
কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা ও এসআই দীপঙ্কর রায়ের স্বার্বিক-তত্বাবধানে এ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয় ।
প্রধান অতিথি জাকির হাসান এ সময় বলেন, পুলিশিং সেবা দ্রুত নিশ্চিত করার লক্ষে প্রতিটি ওয়ার্ডেই আমরা নিজস্ব জমিতে কার্যালয় স্থাপন করব। তবেই আমাদের কাজ যেমন সহজ হবে, জনগনও দ্রুত সেবা পাবে।
জমি দাতা এরশাদ আলী মন্ডল এ সময় বলেন, মানুষের সেবায় এক খন্ড জমি দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মানুষের সেবায় সবারই এগিয়ে আসা উচিত।