ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
গ্রাহক সেজে সাভার বিআরটিএ কার্যালয়ে দুনীতি দমন কমিশন দুদক অফিসারের অভিযান সাউন্ড থেরাপির উপকারীতা সত্যিই চমকে যাওয়ার মতোই বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ মেংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন বানচালে সক্রিয় আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল প্রদর্শন হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসী আটক মোংলায় জমি জমার বিরোধের জেরে সংঘর্ষ আহত ৩ কালিয়াকৈরে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের মনোনয়ন ফরম বিক্রি শুরু

সারাদেশে আবারো লোকসান আতঙ্কে দিন কাটছে ইট ভাটা মালিকদের। 

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৪:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • / ৩৫১ ৫০০০.০ বার পাঠক

মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।

লোকসান কাটিয়ে উঠার স্বপ্ন পুড়ে ছাই হতে চলেছে ইট ভাটা মালিকদের।প্রত্যেকটা বছরে নতুন করে স্বপ্ন দেখেন লোকসান কাটিয়ে কি করে সাভাবিক জীবনে ফিরে আসবে।কিন্তুু নিশ্ফল প্রতিক্ষা,ইটের বাজার মন্দা,তৈরির তুলনায় বিক্রয়ের মুল্য একেবারেই কম।ইতিমধ্যে কয়লার দাম দ্বিগুন থেকে চারগুন বেড়ে যাওয়ায় বিপদ সীমানার মধ্যে দিনযাপন করছেন ইট ভাটা মালিকেরা।মাটির ও মহা সংকট,অপরদিকে ইট তৈরি শ্রমিকদের ইট খোলায় আনতে দাদন নামক অগ্রিম দিতে হয় লক্ষ লক্ষ টাকা,অনেক শ্রমিকেরা টাকা নিয়েও কিছু কিছু ভাটা থেকে পলায়ন করেছেন,হাতছানি দিচ্ছেন প্রশাসনের অস্বনী সংকেত,নানা অনিয়ম দুর্নীতি দেখিয়ে জরিমানা করছেন বা করতে পারে,এমনই মহা আতঙ্কে দিন কাটাচ্ছে ভাটা মালীক ও তাদের ব্যবস্থাপনা পরিচালক ম্যানেজারেরা।কোনো কারনে জরিমানা করলে এবং ইট খোলা বন্ধ করে দিলে।অনেক ভাটা মালিকদের মানবেতর জীব নযাপন করা ছাড়া উপায় থাকবেনা।বিগত কয়েক বছরের লোকসান কয়েকগুন ছাড়িয়ে গেছে।সরকারের পক্ষথেকে পাচ্ছেননা কোনো রকম সহানুভূতি।ব্যাংক লোনের দ্বার গুলো বন্ধ করে দিচ্ছেন।ইট ভাটা চালাতে ইট তৈরি শিল্প টিকিয়ে রাখতে চড়া সুদে লোন করে।নয়তবা শেষ সম্বল জমি বিক্রয় করে ইট শিল্পে খাটিয়ে চোখের ঘুম হারাম হয়ে গেছে অনেকেরই।
এদিকে ভাটা বন্ধ হওয়ার আতঙ্কে দিনগুনছেন প্রত্যেকটা ভাটার শ্রমিকেরা।ভাটা বন্ধ হলে এক একটি ভাটা থেকে ৩ থেকে ৪ শত শ্রমিক কর্ম হারিয়ে নিরন্ন উপবাসে জীবনযাপন করবেন বলে জানান অসহায় শ্রমিকেরা।ইট ভাটা থেকে অসুস্থ রুগি,প্রতিবন্ধী,কন্যাদায়গ্রস্ত,সরকারের জাতীয় প্রগ্রাম,মসজিদ মাদ্রাসা মন্দীর সহ সর্ব জায়গায় ইট ভাটা মালিকদের অবদানের অন্ত নেই।ভাটামালীকদের দাবি মাননীয় সরকার মহোদয় তাদের সার্বিক বিবেচনা করে ব্যাংক লোন সহ,সকল বিষয়ে সুনজর দিয়ে লোকসান কাটিয়ে মানবেতর জীবনযাপন থেকে রক্ষা পেতে সহযোগীতা করবেন,ইট শিল্প দেশের জন্য ব্যাপক ভুমিকা রাখে,অতচ শিল্প চালু করার আগে কোনো রকম ভুল ভ্রান্তি না দেখালেও, মধ্য খানে অনিয়ম দেখিয়ে করেন জরিমানা।ট্যাক্স এর টাকার জন্য গাড়ি আটক করে মুহুর্তে ট্যাক্স আদায় করেন,টাক্স নিতে ভুল করেননা অতচ জরিমানা করেন অনিয়মের,সকল বিষয়ে সুনজর দিয়ে ইট শিল্প মালীকদের সহায় হয়ে ইট শিল্প মালীক শ্রমিক সকলের সহযোগীতা করতে সরকারের প্রতি আকুল আবেদন ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন দেশের ইট শিল্পের সাথে জড়িত সকল শ্রেনী পেশার মানুষ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সারাদেশে আবারো লোকসান আতঙ্কে দিন কাটছে ইট ভাটা মালিকদের। 

আপডেট টাইম : ০৪:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১

মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।

লোকসান কাটিয়ে উঠার স্বপ্ন পুড়ে ছাই হতে চলেছে ইট ভাটা মালিকদের।প্রত্যেকটা বছরে নতুন করে স্বপ্ন দেখেন লোকসান কাটিয়ে কি করে সাভাবিক জীবনে ফিরে আসবে।কিন্তুু নিশ্ফল প্রতিক্ষা,ইটের বাজার মন্দা,তৈরির তুলনায় বিক্রয়ের মুল্য একেবারেই কম।ইতিমধ্যে কয়লার দাম দ্বিগুন থেকে চারগুন বেড়ে যাওয়ায় বিপদ সীমানার মধ্যে দিনযাপন করছেন ইট ভাটা মালিকেরা।মাটির ও মহা সংকট,অপরদিকে ইট তৈরি শ্রমিকদের ইট খোলায় আনতে দাদন নামক অগ্রিম দিতে হয় লক্ষ লক্ষ টাকা,অনেক শ্রমিকেরা টাকা নিয়েও কিছু কিছু ভাটা থেকে পলায়ন করেছেন,হাতছানি দিচ্ছেন প্রশাসনের অস্বনী সংকেত,নানা অনিয়ম দুর্নীতি দেখিয়ে জরিমানা করছেন বা করতে পারে,এমনই মহা আতঙ্কে দিন কাটাচ্ছে ভাটা মালীক ও তাদের ব্যবস্থাপনা পরিচালক ম্যানেজারেরা।কোনো কারনে জরিমানা করলে এবং ইট খোলা বন্ধ করে দিলে।অনেক ভাটা মালিকদের মানবেতর জীব নযাপন করা ছাড়া উপায় থাকবেনা।বিগত কয়েক বছরের লোকসান কয়েকগুন ছাড়িয়ে গেছে।সরকারের পক্ষথেকে পাচ্ছেননা কোনো রকম সহানুভূতি।ব্যাংক লোনের দ্বার গুলো বন্ধ করে দিচ্ছেন।ইট ভাটা চালাতে ইট তৈরি শিল্প টিকিয়ে রাখতে চড়া সুদে লোন করে।নয়তবা শেষ সম্বল জমি বিক্রয় করে ইট শিল্পে খাটিয়ে চোখের ঘুম হারাম হয়ে গেছে অনেকেরই।
এদিকে ভাটা বন্ধ হওয়ার আতঙ্কে দিনগুনছেন প্রত্যেকটা ভাটার শ্রমিকেরা।ভাটা বন্ধ হলে এক একটি ভাটা থেকে ৩ থেকে ৪ শত শ্রমিক কর্ম হারিয়ে নিরন্ন উপবাসে জীবনযাপন করবেন বলে জানান অসহায় শ্রমিকেরা।ইট ভাটা থেকে অসুস্থ রুগি,প্রতিবন্ধী,কন্যাদায়গ্রস্ত,সরকারের জাতীয় প্রগ্রাম,মসজিদ মাদ্রাসা মন্দীর সহ সর্ব জায়গায় ইট ভাটা মালিকদের অবদানের অন্ত নেই।ভাটামালীকদের দাবি মাননীয় সরকার মহোদয় তাদের সার্বিক বিবেচনা করে ব্যাংক লোন সহ,সকল বিষয়ে সুনজর দিয়ে লোকসান কাটিয়ে মানবেতর জীবনযাপন থেকে রক্ষা পেতে সহযোগীতা করবেন,ইট শিল্প দেশের জন্য ব্যাপক ভুমিকা রাখে,অতচ শিল্প চালু করার আগে কোনো রকম ভুল ভ্রান্তি না দেখালেও, মধ্য খানে অনিয়ম দেখিয়ে করেন জরিমানা।ট্যাক্স এর টাকার জন্য গাড়ি আটক করে মুহুর্তে ট্যাক্স আদায় করেন,টাক্স নিতে ভুল করেননা অতচ জরিমানা করেন অনিয়মের,সকল বিষয়ে সুনজর দিয়ে ইট শিল্প মালীকদের সহায় হয়ে ইট শিল্প মালীক শ্রমিক সকলের সহযোগীতা করতে সরকারের প্রতি আকুল আবেদন ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন দেশের ইট শিল্পের সাথে জড়িত সকল শ্রেনী পেশার মানুষ।