দুই হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে ইকুয়েডর
- আপডেট টাইম : ০৮:১৫:৪৯ পূর্বাহ্ণ, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ২০০ ৫০০০.০ বার পাঠক
আন্তর্জাতিক রিপোর্ট।।
ভয়াবহ দাঙ্গার পর প্রায় দুই হাজার বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ইকুয়েডরের কারা কর্তৃপক্ষ। শুক্রবার দেশটির কারা কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা ঘোষণা করে।
আলজাজিরার খবরে বলা হয়, গত সপ্তাহে ঘটে যাওয়া ভয়াবহ দাঙ্গার পর কারাগারগুলোর সামনে ভিড় কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারাগারে দাঙ্গার ওই ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১১৮ জন নিহত হয়েছেন।
ইকুয়েডরের কারা কর্তৃপক্ষের পরিচালক বলিভার গার্জন বলেছেন, সরকার বয়স্ক এবং নারী বন্দিদের পাশাপাশি প্রতিবন্ধী এবং বেশি অসুস্থদের মুক্তির বিষয়টি অগ্রাধিকার দেবে।
গুয়ায়েকিল কারাগারের এই দাঙ্গা দক্ষিণ আমেরিকার দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মঙ্গলবারের এ ঘটনা নিয়ে চলতি বছর আন্দিজ পর্বতমালার এ দেশটির কারা ব্যবস্থায় তৃতীয়বারের মতো প্রাণঘাতী দাঙ্গার ঘটনা ঘটেছে। এই দাঙ্গায় অন্তত পাঁচ জনের শিরচ্ছেদ করা হয়েছে। আর বাকিরা গুলিতে নিহত হয়েছেন।
এর আগে ফেব্রুয়ারিতে ইকুয়েডরের আরেকটি কারাগারে দাঙ্গায় অন্তত ৭৯ জন এবং জুলাইয়ে ২২ জন নিহত হয়েছিল। দেশটির কারাগারগুলোতে বর্তমানে ৩৯ হাজার কারাবন্দি আছেন।