পুঠিয়ায় নকল প্রসাধীর কারখানায় র্যাব-৫ এর অভিযান
- আপডেট টাইম : ০২:৫১:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
- / ২৬৭ ৫০০০.০ বার পাঠক
রাজশাহী ব্যুরো।।
রাজশাহী পুঠিয়া উপজেলার পালোপাড়া গ্রামে নকল প্রসাধনীর কারখানায় অভিযান পরিচালনা করে র্যাব-৫ এর সদস্যরা আজ বিকাল ৩টার সময় নকল প্রসাধনীর কারখানায় রাব-৫ এর অভিযানে নেতৃত্ব দেন মেজর সাকিব ও তাঁর সংগীয় ফোর্স।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, প্রশিকিউনে মোঃ হাফিজ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর UHC পুঠিয়া। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’২০০৯ এর ৪১,৪৩,৫৩ ধারায় ১.পালোপাড়ার মহিউদ্দিন কাজল পিতা হাসমত কে ৫০,০০০/টাকা জরিমানা অনাদায়ে ০১ মাসের জেল,
২. ৪১,৪৩ ধারায় কৃষ্ণপুরের সৈয়দ হাফিজুল পিতা হাসান কে ৩,০০০/-টাকা অনাদায়ে ১০ দিন জেল ,৩. ৪১,৪৩ ধারায় কৃষ্ণপুরের জাহাংগীর শেখ পিতা জলিল শেখ কে ২,০০০/-টাকা অনাদায়ে ১০ দিন জেল দেন বিজ্ঞ আদালত। সর্বমোট ৫৫,০০০/-টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন জনস্বার্থে নকল প্রসাধনী ও ভেজাল খাদ্য প্রতিরোধে আরও কঠোরভাবে অভিযান চলমান থাকবে।