ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও নয় পরেও নয় Logo এমসিএসকে-তে সাফল্য: ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের শিক্ষার্থীকে সংবর্ধনা Logo জামালপুরে ০৯ জানুয়ারীতে অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo মিথ্যা মামলা কড়াটাই যেন তার নেশা অভিযোগ উঠেছে একাধিক এলাকা বাসীর বাদী মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া সার্জেন্ট ও তার পরিবারের সবার বিরুদ্ধে….!! Logo সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো Logo সায়েন্সল্যাব অভিমুখে শিক্ষার্থীরা, অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ Logo বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা মৃত্যুবরণ করেছেন Logo ভারতে মুসলিম-খ্রিস্টানদের বিরুদ্ধে বেড়েছে ‘ঘৃণামূলক বক্তব্য’ Logo সুবিধাবাদী চরমোনাই ভাঙনের মুখে জামায়াতের ইসলামি জোট Logo আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, ভারতে ঝুঁকি আছে: ক্রীড়া উপদেষ্টা

জিএমপি কমিশনার বরাবর Mistral AI অ্যাপসের ম্যানেজার ইকবাল হোসেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করলেন ভূক্তভোগী এম আমজাদ খান

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচার চেয়ে আবেদন করেছেন
এবি পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম.আমজাদ খান। Mistral AI অ্যাপসের বিনিয়োগের প্রতারণার বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটন করে ন্যায় বিচার পাওয়ার দাবীতে সোমবার (২১ জুলাই) দুপুরে এ আবেদনটি করা হয়।

অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদী শেখ মোঃ ইকবাল হোসেন জাতীয় পরিচয়পত্র নং-৮৬৫৯০১৫১৭৯, মোবাইল নাম্বার: ০১৭১১-০৫১৪৬৪ ও ০১৯০৩-৬৬৮৮০০, জন্ম তারিখ: ১২/১০/১৯৮০,পিতা-বদিউজ্জামান শেখ, মাতা-রহিমা বেগম, স্থায়ী ঠিকানা-গাইবান্ধা জেলা, বর্তমানে বসবাস, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের দক্ষিণ ছায়াবিথী। সে আমার পূর্ব পরিচিত হলে Mistral Al নামের মোবাইল এ্যাপস্ এর মাধ্যমে Sharlene Taylor- ০১৬১৩-৬৯১৩২৩ ও Marco Shaare..০১৬০২-০৩৩৬৫৫ এদের যোগ সাজেশনে টাকা বিনিয়োগ করলে অধিক মুনাফা দিবে এই বলে, আমি না বলা সত্ত্বেও আমার নামে আইডি খুলে বেশ কিছু টাকা বিনিয়োগ করে লভ্যাংশ দেওয়া শুরু করে। আমি এমতাবস্থায় Mistral Ai বৈধ বিষয়ে প্রশ্ন করলে অনুমোদনের কিছু কাগজপত্র দেখায় এবং আগামী ১ মাসের মধ্যে গাজীপুরে এর অফিস নিবে বলে বলেন, এরই মধ্যে গত কিছু দিন পূর্বে গাজীপুর ছায়াবিথীতে বিনিয়োগ গ্রাহক সমাবেশ ডাকেন। সেখানে আমাকেও দাওয়াত দেওয়া হয়। আমি গিয়ে দেখি ব্যানারে সভাপতির জায়গায় আমার নাম লেখা হয়েছে, আমি জিজ্ঞেস করলাম আমার নাম কেন ব্যানার এ? উত্তরে সে বলে আপনি সিনিয়র মানুষ এবি পার্টির নেতা তাই আপনাকে সভাপতি রাখা হয়েছে। এভাবে সেইদিন কয়েকজন সম্মানিত গ্রাহক কে অতিথি করা হয়। গত ১৩/০৭/২০২৫ইং তারিখে আমাকে শেখ ইকবাল হোসেন বলেন আর কিছু টাকা বিনিয়োগ করলে আমার পদায়ন হবে এবং আপনিও গ্রাহক ক্যাটাগরিতে বি-৩ ম্যানেজার হিসেবে সুবিধা পাবেন। এই কথা বলে আমার বিকাশ-০১৭৪২৮৮২০৬৪ থেকে পেমেন্ট Kadam এর নামে ৯,০০০ হাজার টাকা, ক্যাশ আউট-০১৩১৩-২২২৪১৪ তে ২২,৩০০ টাকা বিকাশ টু ব্যাংক ট্রানজেকশন আইডি রেফারেন্স: ৫১৯৪০৭৭০৯৮০৬ থেকে ৪৯,০০০ টাকা ও সর্বশেষ সেন্ড মানি-০১৮৭৫৫৯১২৯৭ এই নাম্বারে ৯,৩০০ টাকা নেন। গত ১৪/০৭/২০২৫ইং দুপুরের দিকে ছায়াবিথী তাকে পাওয়ার পর সে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং বিনিয়োগের লাভের কথা বললে, সে আমাকে ভয় ভীতি দেখায়। আমি গত ১৮/০৭/২০২৫ইং তারিখে গাজীপুর সদর মেট্রো থানায় অভিযোগ দায়ের করি।। এদিকে বিনিয়োগ গ্রাহক সমাবেশে আমি সহ আমার মত আরোও বেশ কয়েকজন গ্রাহক অতিথির আসনে বসার কারণে অন্যন্য বিনিয়োগ ক্ষতিগ্রস্থ গ্রাহক মনে করে আমরাও এর সাথে জড়িত, এর জন্য তাহারা তাদের বিনিয়োগ বিষয়ে থানায় অভিযোগ করলে আমাদেরকেও আসামী হিসেবে তালিকাভুক্ত করে এবং এই সূত্র ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশন করে আমার সম্মানের হানী করছেন।
এমতাবস্থায় আমি আশংকা করছি প্রকৃত ঘটনা ধামাচাপা পরে নিরিহ মানুষ ক্ষতিগ্রস্থ হবে এবং আমার নির্বাচনি এলাকা গাজীপুর-০৪ কাপাসিয়ার জনগণের মাঝে ভুল ম্যাসেজ যাবে বলে অভিযোগে উল্লেখ করেন।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও নয় পরেও নয়

জিএমপি কমিশনার বরাবর Mistral AI অ্যাপসের ম্যানেজার ইকবাল হোসেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করলেন ভূক্তভোগী এম আমজাদ খান

আপডেট সময় ১১:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচার চেয়ে আবেদন করেছেন
এবি পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম.আমজাদ খান। Mistral AI অ্যাপসের বিনিয়োগের প্রতারণার বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটন করে ন্যায় বিচার পাওয়ার দাবীতে সোমবার (২১ জুলাই) দুপুরে এ আবেদনটি করা হয়।

অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদী শেখ মোঃ ইকবাল হোসেন জাতীয় পরিচয়পত্র নং-৮৬৫৯০১৫১৭৯, মোবাইল নাম্বার: ০১৭১১-০৫১৪৬৪ ও ০১৯০৩-৬৬৮৮০০, জন্ম তারিখ: ১২/১০/১৯৮০,পিতা-বদিউজ্জামান শেখ, মাতা-রহিমা বেগম, স্থায়ী ঠিকানা-গাইবান্ধা জেলা, বর্তমানে বসবাস, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের দক্ষিণ ছায়াবিথী। সে আমার পূর্ব পরিচিত হলে Mistral Al নামের মোবাইল এ্যাপস্ এর মাধ্যমে Sharlene Taylor- ০১৬১৩-৬৯১৩২৩ ও Marco Shaare..০১৬০২-০৩৩৬৫৫ এদের যোগ সাজেশনে টাকা বিনিয়োগ করলে অধিক মুনাফা দিবে এই বলে, আমি না বলা সত্ত্বেও আমার নামে আইডি খুলে বেশ কিছু টাকা বিনিয়োগ করে লভ্যাংশ দেওয়া শুরু করে। আমি এমতাবস্থায় Mistral Ai বৈধ বিষয়ে প্রশ্ন করলে অনুমোদনের কিছু কাগজপত্র দেখায় এবং আগামী ১ মাসের মধ্যে গাজীপুরে এর অফিস নিবে বলে বলেন, এরই মধ্যে গত কিছু দিন পূর্বে গাজীপুর ছায়াবিথীতে বিনিয়োগ গ্রাহক সমাবেশ ডাকেন। সেখানে আমাকেও দাওয়াত দেওয়া হয়। আমি গিয়ে দেখি ব্যানারে সভাপতির জায়গায় আমার নাম লেখা হয়েছে, আমি জিজ্ঞেস করলাম আমার নাম কেন ব্যানার এ? উত্তরে সে বলে আপনি সিনিয়র মানুষ এবি পার্টির নেতা তাই আপনাকে সভাপতি রাখা হয়েছে। এভাবে সেইদিন কয়েকজন সম্মানিত গ্রাহক কে অতিথি করা হয়। গত ১৩/০৭/২০২৫ইং তারিখে আমাকে শেখ ইকবাল হোসেন বলেন আর কিছু টাকা বিনিয়োগ করলে আমার পদায়ন হবে এবং আপনিও গ্রাহক ক্যাটাগরিতে বি-৩ ম্যানেজার হিসেবে সুবিধা পাবেন। এই কথা বলে আমার বিকাশ-০১৭৪২৮৮২০৬৪ থেকে পেমেন্ট Kadam এর নামে ৯,০০০ হাজার টাকা, ক্যাশ আউট-০১৩১৩-২২২৪১৪ তে ২২,৩০০ টাকা বিকাশ টু ব্যাংক ট্রানজেকশন আইডি রেফারেন্স: ৫১৯৪০৭৭০৯৮০৬ থেকে ৪৯,০০০ টাকা ও সর্বশেষ সেন্ড মানি-০১৮৭৫৫৯১২৯৭ এই নাম্বারে ৯,৩০০ টাকা নেন। গত ১৪/০৭/২০২৫ইং দুপুরের দিকে ছায়াবিথী তাকে পাওয়ার পর সে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে এবং বিনিয়োগের লাভের কথা বললে, সে আমাকে ভয় ভীতি দেখায়। আমি গত ১৮/০৭/২০২৫ইং তারিখে গাজীপুর সদর মেট্রো থানায় অভিযোগ দায়ের করি।। এদিকে বিনিয়োগ গ্রাহক সমাবেশে আমি সহ আমার মত আরোও বেশ কয়েকজন গ্রাহক অতিথির আসনে বসার কারণে অন্যন্য বিনিয়োগ ক্ষতিগ্রস্থ গ্রাহক মনে করে আমরাও এর সাথে জড়িত, এর জন্য তাহারা তাদের বিনিয়োগ বিষয়ে থানায় অভিযোগ করলে আমাদেরকেও আসামী হিসেবে তালিকাভুক্ত করে এবং এই সূত্র ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশন করে আমার সম্মানের হানী করছেন।
এমতাবস্থায় আমি আশংকা করছি প্রকৃত ঘটনা ধামাচাপা পরে নিরিহ মানুষ ক্ষতিগ্রস্থ হবে এবং আমার নির্বাচনি এলাকা গাজীপুর-০৪ কাপাসিয়ার জনগণের মাঝে ভুল ম্যাসেজ যাবে বলে অভিযোগে উল্লেখ করেন।


প্রিন্ট