ঢাকার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে।
আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আর ১৬৪ জন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হতাহতদের অধিকাংশই ছাত্রছাত্রী। এ ঘটনায় বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরও নিহত হয়েছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়েই হতাহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে ফেসবুকের কিছু আইডিতে দাবি করা হয়, আহতদের দেখতে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে গেলে জামায়াত আমিরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে একটি পক্ষ।
তবে সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সোমবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
জামায়াত আমির তার পোস্টে বলেছেন, উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনাকবলিত ছাত্রছাত্রীদের দেখতে গিয়েছিলাম। আমার সঙ্গে সেখানে কেউ কোনো অসৌজন্যমূলক আচরণ করেনি। স্বাভাবিকভাবে মানুষের অতিরিক্ত চাপের কারণে হাসপাতাল ও মেডিকেল কলেজ সংশ্লিষ্ট ব্যক্তিরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। ভিড়ের মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে যথাযথ সম্মান প্রদর্শন করে রোগীদের দেখার সুযোগ করে দিয়েছেন।
তিনি আরও লেখেন, মহান রবের দরবারে সব আহত রোগীর জন্য আশু সুস্থতার দোয়া করছি এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সামাজিক যোগাযোগমাধ্যমে এসংক্রান্ত কেউ কোনো বিভ্রান্তিকর খবর ছড়িয়ে থাকলে তা সঠিক নয়।
প্রিন্ট
																			
																নিজস্ব প্রতিবেদক								 




















