মোংলা কোস্টগার্ডের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক
- আপডেট টাইম : ১২:১২:২৪ অপরাহ্ণ, সোমবার, ২১ জুন ২০২১
- / ২২৭ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক মোংলা :।।
খুলনা জেলার পাইকগাছা থানাধীন শান্তা খেয়াঘাট এলাকায় বিশেষ অভিযানে ৮২৫ গ্রাম গাঁজাসহ ০১ জন (নামঃ মোঃ শাহিনুর (৩৫), পিতাঃ মোঃ আবু বকর, গ্রাম ও পোস্টঃ আলুনিয়া, থানাঃ আশাশুনি ও জেলাঃ সাতক্ষীরা) মাদক ব্যবসায়ী কে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টহলদল। জানা যায় আটককৃত ব্যাক্তি ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবন করে থাকে এবং নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করে বলে স্বীকার করে যা আমাদের চারপাশের যুবসমাজকে ধীরে ধীরে অনেক বড় ক্ষতির দিকে ধাবিত করছে। জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।