প্রকৌশলী এ বি এম নুরউদ্দিনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঁশগাড়ি গ্রামের রেকায়েত উল্লাহ্ বেপারি বাড়ির কৃতি সন্তান প্রকৌশলী এ বি এম নুরউদ্দিন (৭৭) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল পৌনে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন তিনি।
বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘প্রথম বোর্ড স্ট্যান্ড করা ছাত্র’ এ বি এম নুরুদ্দিন। বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে কর্মজীবন শুরু করেন। সর্বশেষ তিনি ইষ্টার্ণ ক্যাবলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরগ্রহণ করেন।
এ বি এম নুরউদ্দিন বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি চট্টগ্রামস্থ বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তার বড় ছেলে মোফাজ্জল হায়দার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ বিভাগে সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত রয়েছেন।
এ বি এম নুরউদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রিন্ট
নিজস্ব সংবাদ : 



















