মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিনোদপুর ইউনিয়নের বি. কে. হাই স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এড্যাঃ নিতাই রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণ কামনা করেন। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।আগামী ১২ ই ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে এক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে কাজ করার আহব্বান জানান।
দোয়া মাহফিলে বিনোদপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করেন। আলোচনা সভা শেষে খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রিন্ট
এস এম আজগার আলী,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: 




















