টাংগাইল মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আমিনুল হকের নামে নানা ধরনের মিথ্যা অপপ্রচারণা করার জন্য একদল কুচক্র মহল উঠেপড়ে লেগেছে।
তার ভালো কাজগুলোকে মেনে নিতে পারছে না একদল স্বার্থলোভী ব্যক্তিরা। মিথ্যা নিউজ হতে শুরু করে এখন মিথ্যা বক্তব্য দ্বারা ভিডিও নিউজ করার পরিকল্পনা আছে তারা। যদিও দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকা অনুসন্ধানী প্রতিনিধিদের হাতে মেলেনি এরকম কোন তথ্যই। উল্টা পাওয়া গেছে যে মিথ্যা অপপ্রচারণা নিউজ হয়েছিল তার নামে যাদের ভুক্তভোগী বলে উল্লেখ করা হয়েছিল তাদের এমন বক্তব্য যে আমিনুল হকের নামে মিথ্যা বক্তব্য দেওয়ার জন্য তাদের কিছু সাংবাদিকসহ কুচক্র মহল স্বার্থলোভী লোকজন তাদের বাধ্য করেছিল।
আরো জানা যায় ভূমি অফিসের কোন ব্যক্তি তার কাছে কোন ধরনের কোন ভোগান্তির, হয়রানির শিকার না হলেও কেন হচ্ছে এই মিথ্যা অপপ্রচারণার সংবাদ? কারা এর পিছে আছে?
ইতিমধ্যে অনুসন্ধানী টিম দৈনিক সময়ের কণ্ঠের প্রতিনিধিদের ধারণা সঠিক অনুসন্ধানে বেরিয়ে আসবে এমন থলের বিড়াল যা চমকে দেবে পুরা টাঙ্গাইল মির্জাপুরবাসীকে,,
১ম পর্ব
পরবর্তী দেখতে চোখ রাখুন দৈনিক সময়ের কন্ঠে,,,
প্রিন্ট
সিনিয়র প্রতিনিধি যারা হায়াৎ ছবি সংগ্রহীত 




















