ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাথরঘাটায় তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনির উপর হামলার ঘটনায় ৭ আসামী কারাগারে Logo অভিযোগের পাহাড়ে বিদ্যুৎ শ্রমিক লীগ নেতা প্রবীর দাশ গ্রেপ্তার Logo জাতীয় পার্টি দিয়ে আ. লীগ ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ মাহমুদ Logo ভাঙ্গুড়ায় আ.লীগের লোকজনকে বিএনপি কমিটিতে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন Logo নুরের ওপর হামলা ঘটনায় আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের Logo বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’, আলোচনায় পাকিস্তানী সাংবাদিক Logo রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রক্টরসহ আহত ২০ Logo মেক্সিকোতে ১ লাখ ৩০ হাজার মানুষ নিখোঁজ, প্রতিবাদে রাজপথে জনগণ Logo দক্ষিণ হালিশহরে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, দেশ গঠনে ছাত্রদলের ভ্যানগার্ড ভূমিকার আহ্বান Logo শরণখোলায় শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনসহ ইউএনও’র বিভিন্ন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত

বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’, আলোচনায় পাকিস্তানী সাংবাদিক

পাঞ্জাবের ভয়াবহ বন্যার মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তরুণী প্রতিবেদক মেহরুন্নিসাকে দেখা যায় দুলতে থাকা একটি নৌকা থেকে সরাসরি প্রতিবেদন করতে। শুরুতে তিনি গম্ভীরভাবে বলেন, ‘যেমন দেখতে পাচ্ছেন, পানির চাপ বেড়ে যাচ্ছে।’ কিন্তু কিছুক্ষণ পর ভয় পেয়ে চিৎকার করে উঠেন, ‘বেশি ভয় লাগছে, কখনও এই পাশে যায়, কখনও ওই পাশে যায়—আমাদের ব্যালান্স হচ্ছে না।’ আর শেষে বলেন, ‘বাস আপনারা আমাদের জন্য দোয়া করুন, গাইজ।’

এই অদ্ভুত ধরনের প্রতিবেদনের ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকে ধরে নেন, তিনি বিবিসি উর্দুর সাংবাদিক। কারণ তার হাতে থাকা মাইকের লোগোতে লেখা ছিল ‘বিবিসি উর্দু’। কিন্তু পরে জানা যায়, তিনি আসলে ‘ভাই ভাই চ্যানেল’-এর হয়ে কাজ করছিলেন।

আরও পড়ুন
ভারতের ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, ‘বিফ ফেস্ট’ আয়োজন করে প্রতিবাদ কর্মীদের
ভারতের ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, ‘বিফ ফেস্ট’ আয়োজন করে প্রতিবাদ কর্মীদের
ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবিসি উর্দু একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘পাকিস্তানে বিবিসি উর্দু নিউজ পাঞ্জাব টিভি নামে একটি ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান কাজ করছে। তারা বেআইনিভাবে বিবিসির নাম ব্যবহার করছে। বিবিসির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা কাউকেই আমাদের নাম ব্যবহার করার অনুমতি দিইনি।’

সংস্থাটি দর্শকদের সতর্ক করে দিয়ে জানায়, ‘বিবিসির নামে কোনো কনটেন্ট দেখলে প্রথমে সেটি বিবিসির সরকারি প্ল্যাটফর্মে আছে কি না তা যাচাই করে নিন।’

আরও পড়ুন
মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী?
মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী?
তবে মেহরুন্নিসা পিছু হটেননি। নিজের ব্যাখ্যায় তিনি বলেন, ‘মানুষ বলছে আমরা বিবিসি কপি করেছি। কিন্তু আমরা করিনি। তাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, আর আমাদের বিবিসি মানে ভাই ভাই চ্যানেল।’

এদিকে বিবিসি কপিরাইট অভিযোগ তোলার পর মেহরুন্নিসার ইউটিউব ও টিকটক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। জিও নিউজকে তিনি বলেন, ‘আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বিবিসিকে অনুরোধ করছি স্ট্রাইক তুলে নিতে। আমরা লাহোরভিত্তিক ছোট একটি চ্যানেল। আমরা কঠোর পরিশ্রম করি। আমাদের সঙ্গে আপনাদের কোনো প্রতিযোগিতা নেই। দয়া করে আমাদের অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দিন।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাথরঘাটায় তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনির উপর হামলার ঘটনায় ৭ আসামী কারাগারে

বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’, আলোচনায় পাকিস্তানী সাংবাদিক

আপডেট সময় ০৪:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

পাঞ্জাবের ভয়াবহ বন্যার মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তরুণী প্রতিবেদক মেহরুন্নিসাকে দেখা যায় দুলতে থাকা একটি নৌকা থেকে সরাসরি প্রতিবেদন করতে। শুরুতে তিনি গম্ভীরভাবে বলেন, ‘যেমন দেখতে পাচ্ছেন, পানির চাপ বেড়ে যাচ্ছে।’ কিন্তু কিছুক্ষণ পর ভয় পেয়ে চিৎকার করে উঠেন, ‘বেশি ভয় লাগছে, কখনও এই পাশে যায়, কখনও ওই পাশে যায়—আমাদের ব্যালান্স হচ্ছে না।’ আর শেষে বলেন, ‘বাস আপনারা আমাদের জন্য দোয়া করুন, গাইজ।’

এই অদ্ভুত ধরনের প্রতিবেদনের ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকে ধরে নেন, তিনি বিবিসি উর্দুর সাংবাদিক। কারণ তার হাতে থাকা মাইকের লোগোতে লেখা ছিল ‘বিবিসি উর্দু’। কিন্তু পরে জানা যায়, তিনি আসলে ‘ভাই ভাই চ্যানেল’-এর হয়ে কাজ করছিলেন।

আরও পড়ুন
ভারতের ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, ‘বিফ ফেস্ট’ আয়োজন করে প্রতিবাদ কর্মীদের
ভারতের ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, ‘বিফ ফেস্ট’ আয়োজন করে প্রতিবাদ কর্মীদের
ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবিসি উর্দু একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘পাকিস্তানে বিবিসি উর্দু নিউজ পাঞ্জাব টিভি নামে একটি ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান কাজ করছে। তারা বেআইনিভাবে বিবিসির নাম ব্যবহার করছে। বিবিসির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা কাউকেই আমাদের নাম ব্যবহার করার অনুমতি দিইনি।’

সংস্থাটি দর্শকদের সতর্ক করে দিয়ে জানায়, ‘বিবিসির নামে কোনো কনটেন্ট দেখলে প্রথমে সেটি বিবিসির সরকারি প্ল্যাটফর্মে আছে কি না তা যাচাই করে নিন।’

আরও পড়ুন
মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী?
মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী?
তবে মেহরুন্নিসা পিছু হটেননি। নিজের ব্যাখ্যায় তিনি বলেন, ‘মানুষ বলছে আমরা বিবিসি কপি করেছি। কিন্তু আমরা করিনি। তাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, আর আমাদের বিবিসি মানে ভাই ভাই চ্যানেল।’

এদিকে বিবিসি কপিরাইট অভিযোগ তোলার পর মেহরুন্নিসার ইউটিউব ও টিকটক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। জিও নিউজকে তিনি বলেন, ‘আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বিবিসিকে অনুরোধ করছি স্ট্রাইক তুলে নিতে। আমরা লাহোরভিত্তিক ছোট একটি চ্যানেল। আমরা কঠোর পরিশ্রম করি। আমাদের সঙ্গে আপনাদের কোনো প্রতিযোগিতা নেই। দয়া করে আমাদের অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দিন।


প্রিন্ট