ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নাজিরের বদলী নিয়ে চরম অসন্তোষ Logo মহম্মদপুরে বিএনপি’র নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত Logo পীরগঞ্জে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত Logo দেশের ধন্যাঢ্য ব্যক্তিরাও প্রতারণার শিকার অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্র Logo দায়িত্ব গ্রহণের পরপরই প্রায় অর্ধশত বদলি বানিজ্য পিএইচডি জালিয়াতি-বদলি বানিজ্য-ঠিকাদারি সিন্ডিকেটের মূলহোতা খালেকুজ্জামান চৌধুরী Logo কাচিঘাটা রেঞ্জে গাছকাটা সিন্ডিকেটের তাণ্ডব রাতে চার–পাঁচশ গাছ উজাড়—বন রক্ষাকারীরাই অভিযুক্ত!** স্থানীয়দের অভিযোগ: “৫ আগস্টের পর এলাকা একেবারে মগের মুল্লুক—বন কেটে লুটে খাচ্ছে সবাই Logo চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহত Logo ১২ ঘণ্টায় দ্বিতীয়বার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া Logo প্লট বরাদ্দে দুর্নীতির মামলা জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড Logo তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’, আলোচনায় পাকিস্তানী সাংবাদিক

পাঞ্জাবের ভয়াবহ বন্যার মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তরুণী প্রতিবেদক মেহরুন্নিসাকে দেখা যায় দুলতে থাকা একটি নৌকা থেকে সরাসরি প্রতিবেদন করতে। শুরুতে তিনি গম্ভীরভাবে বলেন, ‘যেমন দেখতে পাচ্ছেন, পানির চাপ বেড়ে যাচ্ছে।’ কিন্তু কিছুক্ষণ পর ভয় পেয়ে চিৎকার করে উঠেন, ‘বেশি ভয় লাগছে, কখনও এই পাশে যায়, কখনও ওই পাশে যায়—আমাদের ব্যালান্স হচ্ছে না।’ আর শেষে বলেন, ‘বাস আপনারা আমাদের জন্য দোয়া করুন, গাইজ।’

এই অদ্ভুত ধরনের প্রতিবেদনের ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকে ধরে নেন, তিনি বিবিসি উর্দুর সাংবাদিক। কারণ তার হাতে থাকা মাইকের লোগোতে লেখা ছিল ‘বিবিসি উর্দু’। কিন্তু পরে জানা যায়, তিনি আসলে ‘ভাই ভাই চ্যানেল’-এর হয়ে কাজ করছিলেন।

আরও পড়ুন
ভারতের ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, ‘বিফ ফেস্ট’ আয়োজন করে প্রতিবাদ কর্মীদের
ভারতের ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, ‘বিফ ফেস্ট’ আয়োজন করে প্রতিবাদ কর্মীদের
ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবিসি উর্দু একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘পাকিস্তানে বিবিসি উর্দু নিউজ পাঞ্জাব টিভি নামে একটি ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান কাজ করছে। তারা বেআইনিভাবে বিবিসির নাম ব্যবহার করছে। বিবিসির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা কাউকেই আমাদের নাম ব্যবহার করার অনুমতি দিইনি।’

সংস্থাটি দর্শকদের সতর্ক করে দিয়ে জানায়, ‘বিবিসির নামে কোনো কনটেন্ট দেখলে প্রথমে সেটি বিবিসির সরকারি প্ল্যাটফর্মে আছে কি না তা যাচাই করে নিন।’

আরও পড়ুন
মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী?
মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী?
তবে মেহরুন্নিসা পিছু হটেননি। নিজের ব্যাখ্যায় তিনি বলেন, ‘মানুষ বলছে আমরা বিবিসি কপি করেছি। কিন্তু আমরা করিনি। তাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, আর আমাদের বিবিসি মানে ভাই ভাই চ্যানেল।’

এদিকে বিবিসি কপিরাইট অভিযোগ তোলার পর মেহরুন্নিসার ইউটিউব ও টিকটক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। জিও নিউজকে তিনি বলেন, ‘আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বিবিসিকে অনুরোধ করছি স্ট্রাইক তুলে নিতে। আমরা লাহোরভিত্তিক ছোট একটি চ্যানেল। আমরা কঠোর পরিশ্রম করি। আমাদের সঙ্গে আপনাদের কোনো প্রতিযোগিতা নেই। দয়া করে আমাদের অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দিন।


প্রিন্ট
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান নাজিরের বদলী নিয়ে চরম অসন্তোষ

বিবিসি মানে ‘ভাই ভাই চ্যানেল’, আলোচনায় পাকিস্তানী সাংবাদিক

আপডেট সময় ০৪:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

পাঞ্জাবের ভয়াবহ বন্যার মধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তরুণী প্রতিবেদক মেহরুন্নিসাকে দেখা যায় দুলতে থাকা একটি নৌকা থেকে সরাসরি প্রতিবেদন করতে। শুরুতে তিনি গম্ভীরভাবে বলেন, ‘যেমন দেখতে পাচ্ছেন, পানির চাপ বেড়ে যাচ্ছে।’ কিন্তু কিছুক্ষণ পর ভয় পেয়ে চিৎকার করে উঠেন, ‘বেশি ভয় লাগছে, কখনও এই পাশে যায়, কখনও ওই পাশে যায়—আমাদের ব্যালান্স হচ্ছে না।’ আর শেষে বলেন, ‘বাস আপনারা আমাদের জন্য দোয়া করুন, গাইজ।’

এই অদ্ভুত ধরনের প্রতিবেদনের ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকে ধরে নেন, তিনি বিবিসি উর্দুর সাংবাদিক। কারণ তার হাতে থাকা মাইকের লোগোতে লেখা ছিল ‘বিবিসি উর্দু’। কিন্তু পরে জানা যায়, তিনি আসলে ‘ভাই ভাই চ্যানেল’-এর হয়ে কাজ করছিলেন।

আরও পড়ুন
ভারতের ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, ‘বিফ ফেস্ট’ আয়োজন করে প্রতিবাদ কর্মীদের
ভারতের ব্যাংকে গরুর মাংসে নিষেধাজ্ঞা, ‘বিফ ফেস্ট’ আয়োজন করে প্রতিবাদ কর্মীদের
ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবিসি উর্দু একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘পাকিস্তানে বিবিসি উর্দু নিউজ পাঞ্জাব টিভি নামে একটি ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান কাজ করছে। তারা বেআইনিভাবে বিবিসির নাম ব্যবহার করছে। বিবিসির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা কাউকেই আমাদের নাম ব্যবহার করার অনুমতি দিইনি।’

সংস্থাটি দর্শকদের সতর্ক করে দিয়ে জানায়, ‘বিবিসির নামে কোনো কনটেন্ট দেখলে প্রথমে সেটি বিবিসির সরকারি প্ল্যাটফর্মে আছে কি না তা যাচাই করে নিন।’

আরও পড়ুন
মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী?
মহারাষ্ট্রে ‘ভোট’ দেবেন মার্ভেলের চরিত্র থ্যানস, ভিডিওতে কী বললেন রাহুল গান্ধী?
তবে মেহরুন্নিসা পিছু হটেননি। নিজের ব্যাখ্যায় তিনি বলেন, ‘মানুষ বলছে আমরা বিবিসি কপি করেছি। কিন্তু আমরা করিনি। তাদের বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন, আর আমাদের বিবিসি মানে ভাই ভাই চ্যানেল।’

এদিকে বিবিসি কপিরাইট অভিযোগ তোলার পর মেহরুন্নিসার ইউটিউব ও টিকটক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। জিও নিউজকে তিনি বলেন, ‘আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি বিবিসিকে অনুরোধ করছি স্ট্রাইক তুলে নিতে। আমরা লাহোরভিত্তিক ছোট একটি চ্যানেল। আমরা কঠোর পরিশ্রম করি। আমাদের সঙ্গে আপনাদের কোনো প্রতিযোগিতা নেই। দয়া করে আমাদের অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দিন।


প্রিন্ট