দেশের রাজধানীর অদূরে সাভার উপজেলার আশুলিয়া থানার ১নং শিমুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় একটি দোকানে মঙ্গলবার রাতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকার দোকানিদের মাঝে আতংক বিরাজ করছে। অন্যান্য দোকানিরা বলেন, মাজার রোড এলাকায় অনেক দোকান রয়েছে। এরমধ্যে গতরাতে ওই দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় আমরা দূশ্চিন্তায় মধ্যে আছি। কেননা আজ ওই দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে, কাল হয়তো আমাদের দোকানে হবে। তাই আমরা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে করে ওই দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে যারা, তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার করা হোক। এতে আমরা এই এলাকায় সাধারণ দোকানিরা ব্যবসা প্রতিষ্ঠান রেখে নিশ্চিন্তে বাসায় গিয়ে ঘুমাতে পারবো। এদিকে ভুক্তভোগী দোকানদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনের মতো আজও সকালবেলা দোকানের সাটারের তালা খুলে দোকানে প্রবেশ করি।
অন্যান্য দিন দোকানের ভেতরের সবকিছু ঠিক থাকলেও আজ দোকানের ভেতর প্রবেশ করেই চোখ কপালে উঠে যায়। দেখতে পাই আমার দোকানের ক্যাশ টেবিলের ড্রয়ার গুলোর সবগুলো তালা ভাঙ্গা এবং পরে উপরে তাকিয়ে দেখি চালের টিন কাটা।
যদিও দোকানের ভেতর সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু
সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দিয়েছে। দেখতে পাই দু’টো এলইডি, তিন’টা পেশার কুকার ও রাইস কুকার এবং ক্যাশ নগত ৬৫ হাজার টাকা ছিল। সব মিলিয়ে দেড় লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগের দোকান মালিক।
এ বিষয়ে আশুলিয়া থানায় জানতে চাইলে, আশুলিয়া থানা পুলিশ বলেন থানায় সাধারণ ডায়েরি হওয়ার পর আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এবং যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে চেষ্টা অব্যাহত থাকবে।
প্রিন্ট