নেতৃত্বে আশার আলো, মিছিলে জনতার ঢল—এই চিত্রই ফুটে উঠেছে চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী সফিউল আলম-এর গণসংযোগ ও সংক্ষিপ্ত আলোচনা সভায়। নিউমুরিং বড় মাঝিপাড়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্পষ্ট হয়ে উঠেছে—জনগণ এখন সত্যিকার পরিবর্তনের পক্ষে।
সভায় সফিউল আলম বলেন,
“গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের প্রধান অঙ্গীকার। আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি।”তিনি আরও জানান, নৈতিক নেতৃত্ব ও মূল্যবোধনির্ভর রাজনীতি গড়তেই তাঁর প্রার্থিতার ঘোষণা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট সাহেদ আলী
থানা যুব বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফখরুল ইসলাম,ওয়ার্ড সভাপতি ওমর ফারুক,,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জিএম রাসেল, আব্দুর রহমান বিশ্বাস
দারুস সালাম ওয়ার্ড জামায়াত সভাপতি মোঃ মিজান খান
নেতৃবৃন্দ মসজিদ সংলগ্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নাগরিক সমস্যা ও সমাধান নিয়ে তাঁদের কথা শোনেন।
সাধারণ মানুষের মুখে একটাই কথা—
“আসল পরিবর্তনের জন্য এবার জামায়াতের পাশেই আছি।”
আস্থা ফিরে আসছে রাজনীতিতে, আশা জাগছে নতুন দিনের।
প্রিন্ট