ঈদ-পরবর্তী শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হতে পারে ॥ কাদের
- আপডেট টাইম : ০২:৪৫:৪১ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ২৩৯ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
ঈদ-পরবর্তী শহরমুখী জনস্রোত করোনা সংক্রমণের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদে গ্রামমুখী মানুষের বাঁধভাঙা জনস্রোত দেখা যাওয়ায় বিশেষজ্ঞরা সংক্রমণ ও মৃত্যুর হারে নতুন ধাক্কা লাগার আশঙ্কা করছেন উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শকে উপেক্ষা করার মাশুল গুনতে হতে পারে। এ জন্য জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরতেই হবে।
শুক্রবার (১৪ মে) সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
দেশবাসী তথা মুসলিম জাহানের প্রতি পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে সেতুমন্ত্রী করোনা আক্রান্তদের নিরাময় ও সুস্বাস্থ্য প্রত্যাশা এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
সৌহার্দ্য, সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক মহামারি করোনাসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, ঠিক একইভাবে করোনা সংকট জয় করে আবারও নব উদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে যাবে দেশ।
তিনি বলেন, ‘মনের গহিনের আলো জ্বেলে অমানিশার আঁধার দূর করি এবং সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে, দেশকে।’
ওবায়দুল কাদের বলেন, ‘এবারের ঈদ শেষ ঈদ নয়; অপেক্ষা করি পরবর্তী সকালের, বর্ণময় ঈদের। এ দুঃসময়ে বিশেষ করে করোনাযুদ্ধে যারা সম্মুখ সারিতে থেকে যুদ্ধ করছেন, পরিবারের সদস্যদের দূরে রেখে সেবাকে করেছেন ব্রত; সেসব ত্যাগী সম্মুখ সারির যোদ্ধাদের আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক জানাই।’
চলমান করোনা সংকটে সবাইকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা কাউকেই ছাড় দেয় না, তাই আসুন দল-মত নির্বিশেষে এ করোনা সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হই এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।’
তিনি স্বাস্থ্যবিধি প্রতিপালনের মাধ্যমে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাই মিলে অভিন্ন শত্রু করোনাকে প্রতিরোধ করারও আহ্বান জানান। ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে অতীতের মতো এবারও সংকটের সাগর পেরিয়ে তরী তীরে পৌঁছাবে ইনশাআল্লাহ।’