সারা জীবনের জমানো সঞ্চয় দিয়ে ০২ শতক জমি ক্রয় করে দিশেহারা শান্ত মল্লিক ।
- আপডেট টাইম : ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ২৪১ ৫০০০.০ বার পাঠক
আশুলিয়া প্রতিনিধি।।
বিনীত নিবেদন এই যে, আমি নিম্ম স্বাক্ষরকারী মোঃ শান্ত মল্লিক (৩৫) পিতা-মৃতঃ চাঁন্নু মল্লিক, সাং-ঠুটিয়া,থানা – শাহজাদপুর জেলা সিরাজগঞ্জ এ/পি-কুমকুমারী থানা-আশুলিয়া জেলা- ঢাকা থানায় হাজির হইয়া বিবাদী ।মোঃ ফজলুর রহমান (৫২) পিতা- মৃত্যু আলী হোসেন, সাংকুমকুমারী, থানা-আশুলিয়া জেলা -ঢাকা এর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদী পূর্ব পরিচিত। বাসাইদ মৌজাস্হিত সি,এস ৫৯৭, এস, এ ১১২, আর, এস ১১০ জমির পরিমান ০২ শতাংশ সম্পক্তি বিবাদী বিক্রয় ইচ্ছা পোষন করিলে আমি তাহার কথায় রাজী হইয়া বিগত ইং ১৮/১০/২০১৮ তারিখে আমি সারা জীবনের সঞ্চয় জমানো ৯,৫০,০০০/-টাকার বিনিময়ে উক্ত জমি ক্রয় করি। বিবাদী তাহার উক্ত স-ম্পক্তি আমার নিকট বিক্রয় করার সময় বলে যে,আমার জমিতে কোন প্রকার মামলা কিংবা ঝামেলা নেই।সলিড জমি তার কথা আমি সরল মনে বিশ্বাস করে তাহার উক্ত স-ম্পক্তি ক্রয় করি উক্ত জমি ক্রয় করার পর আমি সর্বমোট ১৩,৫০,০০০/- টাকা খরচ করিয়া ০৩ টি রুম সহ সেমি পাকা বিল্ডিং করিয়া ভোগ দখল করিতেছিলাম। ভোগ দখলের এক বছর পর জানিতে পারিলাম বিবাদী তাহার জমির মুল কাগজপত্র ও জমিতে মামলা চলমান রহিয়াছে এগুলি গোপন রাখিয়া আমার নিকট উক্ত জমি বিক্রিয় করিয়াছে । আমি জমির বিএস সহ অন্যান্য কাগজ পত্র পর্যালোচনা করিয়া দেখি জমির মুল মালিক মোতাবেক হোসেন গং বিবাদীয় নিকটে থাকা জমির বি-এস কাগজ পত্র ভৃয়া। বিবাদী আমাকে সহজ সরল পাইয়া তাহার অবৈধ স-ম্পক্তি আমার নিকট বিক্রিয় করিয়া ৯,৫০,০০০/- টাকা প্রতারনামুলক ভাবে আত্মসাৎ করিয়াছে, এবং ঘরবাড়ি নির্মাণে খরচ ১৫,০০,০০০/-টাকা আমার অতিরিক্ত ব্যায় হইয়াছে৷। বিবাদীর নিকট আমি আমার উক্ত টাকা ফেরত চাহিলে সে আজ না কাল করিয়া কালক্ষেপণ করিতেছে। একপর্যায়ে বিবাদী জমি ক্রয়ের মুল রেজিস্ট্রার সহ খরজ ১১,০০,০০০/- টাকা ফেরত দিতে চাইলেও জমিতে ঘরবাড়ী নির্মাণ বাবদ আমার খরচ করা উক্ত ১৫,০০০০০/- টাকা ফেরত দিতে অস্বীকার করে গত ইং ১৩/০৪/২০২১ তারিখে রাত্রে অনুমান ৭, ০০ ঘটিকা সময় বিবাদীর নিকট আমি আমার পাওনা টাকা ফেরত চাহিলে সে আমার টাকা ফেরত না দিয়া উল্টা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদশন করে বিবাদীর নিকট আমি আমার পাওনা টাকা পুনরায় ফেরত চাহিতে গেলে সে আমাকে মারপিট সহ বড় ধরনের ক্ষতি করিতে পারে। বিষয়টি নিয়া আমার আপনজনের সহিত আলোচনা করিয়া থানায় অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। অতএব উল্লেখিত ঘটনার বিষয়ে তদন্ত পুবক আইনগত ব্যবস্থা গ্রহন কবিতে মজি হয়।