পিরোজপুরে দরিদ্র কৃষকের জমির পাকা ধান কেটে দিল জেলা স্বেচ্ছাসেবকলীগ
- আপডেট টাইম : ০৮:৪১:২০ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
- / ২৬৭ ৫০০০.০ বার পাঠক
পিরোজপুর জেলা রিপোর্টার॥
পিরোজপুর সদর রায়ের কাঠি গ্রামের দরিদ্র কৃষক রতন ঢালী ১ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা। আজ রবিবার সকালে পিরোজপুর রায়ের কাঠি গ্রামে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শফিউল হক মিঠু ও যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম শিকদার, পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা হাসান মামুনসহ স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা ধান কেটে দেন।
কৃষক রতন ঢালী জানান , ধানে পাক ধরলেও শ্রমিক সংকটের কারণে ধানকাটা নিয়ে চিন্তিত ছিলাম। এর সাথে শ্রমিকের দাম বেশি। লকডাউনে থাকায় নগদ টাকাও নেই। শ্রমিক খাটালেও ধান বিক্রি করে টাকা দিতে হতো। সেখানে স্বেচ্ছাসেবকলীগ নেতা কর্মিরা খবর পেয়ে এসে অনুমতি নিয়ে ধান কেটে ঘরে তুলে দিয়ে গেছে। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম শিকদার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। আমরা জানতে পারি কৃষক রতন ঢালী অর্থাভাবে ধান কাটতে পারছেন না। তাই আমরা সবাই মিলে ধান কেটে দিচ্ছি। ধান কাটতে আসা অধিকাংশ নেতাকর্মী রোজা আছে। তারা সকলেই রোজা রেখে ধান কাটছেন ধান কাটা শেষে আমরা কৃষকের বাড়িতে সেই ধান পৌঁছে দিয়েছি।