সংবাদ শিরোনাম ::
বাংলাবাজার – শিমুলিয়া নৌপথে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ৩৩২ ৫০০০.০ বার পাঠক
মোঃ মাহামুদুল হাসান, প্রতিনিধি, মাদারীপুর।।
গত ১৪ই ফেব্রুয়ারী লকডাউন শুরুর ঘোষণায় ঢাকা ছেড়ে এসেছিল দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের বহু মানুষ। কিন্তু সম্প্রতি দোকানপাট, বিপনিবিতান ও শপিংমল খোলার ঘোষণায় আবার ঢাকা ফিরতে শুরু করেছে এসব মানুষ। যার ফলে এ অঞ্চলের অন্যতম নৌপথ বাংলাবাজার – শিমুলিয়া নৌপথে দেখা গেছে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। লকডাউন এর কারণে গণপরিবহন বন্ধ থাকলেও যাত্রীরা মাইক্রোবাস, মোটরসাইকেল, থ্রি হুইলার, অটোরিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনে চড়ে যে যেভাবে পারছেন ঘাটে আসছেন। এরপর ঘাটে এসে অপেক্ষা করছেন ফেরির জন্য। সীমিত সংখ্যক ফেরি চলাচলের জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে এসব ঢাকামুখী যাত্রীদের। ঘাট কর্তৃপক্ষ জানান, বাংলাবাজার- শিমুলিয়া নৌরুটে আঠারো টি ফেরি চলাচল করলেও চলমান লকডাউনে চলাচল করছে মাত্র পাঁচটি ফেরি। যার ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে ফেরি পাওয়ার জন্য। এছাড়াও লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিই এখন নদী পার হবার একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে । যার ফলে কোনো বিকল্প উপায় না পেয়ে ঘাটে অপেক্ষা করছেন যাত্রীরা। বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দীন জানান সীমিত পরিসরে ফেরি দিয়ে জরুরী সেবা প্রদানকারী যানবাহন পারাপার করা হচ্ছে। এরমধ্যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স , পণ্যবাহী ট্রাক ও কুরিয়ার সার্ভিসের গাড়ি কে। যাত্রীদের সাথে কথা বলে জানা যায়,তাদের কর্মস্থল খুলে যাওয়ায় তারা নানা ধরনের যানবাহন ব্যবহার করে এবং অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকামুখী হচ্ছেন।
আরো খবর.......