সংবাদ শিরোনাম ::
শ্রমিক হত্যার প্রতিবাদগুলি করে ৫ শ্রমিক হত্যা মানবাধিকার লঙ্ঘন
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:৩৭:৫১ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ৩২৭ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
চটগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ৫ শ্রমিক হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার।
আজ ১৭ এপ্রিল ২০২১ শনিবার সংগঠনের সভাপতি শ্রমিকনেত্রী সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস এক বিবৃতিতে বলেন, বিক্ষোভরত অসহায় ও নিরস্ত্র শ্রমিকদের ওপর গুলি করে হত্যার দায় সরকারের। এই নৃশংস হত্যাকান্ডের বিচার করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের উপযুক্ত শাস্তি, আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবার ও আহতদের উপর্যুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান।
আরো খবর.......