শরণখোলায় মাইক্রোবাস ভাড়া নিয়ে প্রতারণা: গাড়ি ফেরত চাইলে প্রাণনাশের হুমকি!

- আপডেট টাইম : ০৬:০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ৫ ৫০০০.০ বার পাঠক
বাগেরহাট জেলার শরণখোলা থানার পশ্চিম রাজৈর গ্রামে মাইক্রোবাস বিক্রয় ও পরবর্তী সময়ে ভাড়া সংক্রান্ত জটিলতায় প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এক ড্রাইভার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ভুক্তভোগী মোঃ বেলায়েত শাহ (৪২) শরণখোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি তারিখে স্থানীয় ড্রাইভার মোঃ ফরিদ খাঁনের (৪০) মাধ্যমে ১৩ লাখ ৫০ হাজার টাকায় “তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন”-এর ব্যবহৃত একটি মাইক্রোবাস ক্রয় করেন মোঃ বেলায়েত শাহ। গাড়ি কেনার সময় তিনি উপস্থিত না থাকায় বিক্রেতা ১নং বিবাদী ফরিদ খাঁন নিজ নামেই গাড়ির কাগজপত্র তৈরি করেন।
প্রায় ছয় মাস নিজের ব্যবহারের পর, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে মাসিক ৫০ হাজার টাকায় গাড়িটি ভাড়ায় দেন তিনি বিবাদী ফরিদ খাঁনকে। তবে, নিয়মিত ভাড়া পরিশোধ না করায় এবং দীর্ঘদিন পার হলেও টাকা না পেয়ে ২০২৪ সালের ৩০ নভেম্বর তারিখে ১নং বিবাদী একটি ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। কিন্তু ব্যাংকে জমা দিলে জানা যায়, উক্ত একাউন্টে কোন টাকা নেই।
পরবর্তীতে গাড়ির ভাড়া বা গাড়ি ফেরত চাইলে, ফরিদ খাঁন ও তার পরিবারের অন্যান্য সদস্যরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন মোঃ আঃ বায়েক খাঁন (৭৫), হাফেজ মোঃ খোকন (৫৫), মোঃ বাবুল খাঁন (৫৭), মোঃ শাহিদুল খাঁন (৪৫) এবং মোছা মোছাদ্দিকা বেগম (৩০)।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই ফরিদ খাঁনের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অসচ্ছতা ও প্রতারণার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী বেলায়েত শাহ দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।