সংবাদ শিরোনাম ::
ঈদের মাত্র দুই দিন বাকি। ঈদ করা হলো না, একই পরিবারের ৩ সহোদর, শুভ শান্ত নাদিমের। সড়কে, তাজা তিনটি প্রাণ, নিমেষেই শেষ হয়ে গেল

পিরোজপুর জেলা প্রতিনিধি
- আপডেট টাইম : ০৯:২৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ৭ ৫০০০.০ বার পাঠক
আফজাল মিয়ার তথ্য ও চিত্রে। সকাল ৭:৩০ মিনিটে, পাথরঘাটা মঠবাড়িয়া মহাসড়কে,সোনার বাংলা, দাদা নাতি বাস স্টপেজে, ঢাকা গামী, রাজিব পরিবহনের সাথে, মোটরসাইকেলের সংঘর্ষে, একই পরিবারের তিন সহোদর, ঘটনাস্থলেই নিহত হন। তিন ভাই শুভ শান্ত নাদিম, যাচ্ছিল একমাত্র বোনের বাড়িতে, ঈদ সামগ্রী পৌঁছে দিতে। বোনের শ্বশুরবাড়ি,পাথরঘাটা থানার, কেরাতপুর নামক স্থানে। এই তিন সহোদর, মঠবাড়িয়া উপজেলার, গুলি শাখালী ইউনিয়নের, ৩ নং ওয়ার্ডের বাসিন্দা,নাসির খান ও নাসরিন বেগমের পুত্র। এই বাড়িটি, নুরুজ্জামান মাস্টার বাড়ি হিসেবে পরিচিত। নুরুজ্জামান মাস্টার, শুভ শান্ত নাদিমের দাদা। উল্লেখ্য যে, এরা মোট চার ভাই। গত বছর রমজানে, এদের আরেক ছোট ভাই, পানিতে পড়ে মৃত্যুবরণ করে। এই পরিবারের আর কোন ছেলে সন্তান রইল না।তারা মোট চার ভাই ও এক বোন।
আরো খবর.......