পিরোজপুর জেলার, মঠবাড়িয়া উপজেলায়, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়

- আপডেট টাইম : ০৬:৩৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৮ ৫০০০.০ বার পাঠক
পিরোজপুরের, মঠবাড়িয়ায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। আজ, বুধবার,বেলা ১১ ঘটিকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। এসময় সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, আঃ গাউস মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিকুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ হালিম তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, বাংলাদেশ প্রেস ক্লাব, মঠবাড়িয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, মোস্তাফিজুর রহমান ফিরোজ,সহ আরও অনেকে উপস্থিত ছিলেন । সংবর্ধনা সভায় মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাঁদের উপহার সামগ্রী প্রদান করা হয়।