চরফ্যাশনে পুর্বের শত্রুতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

- আপডেট টাইম : ০৩:৫৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ৪ ৫০০০.০ বার পাঠক
ভোলার চরফ্যাশন উপজেলার পৌরসভা ৫ নং ওয়ার্ডের ডাক্তার কোব্বতআলী ছেলে মোঃ ইসমাইল খান বাকেরের স্ত্রী লিমা , জেটস জোৎস্না বেগম স্বামী সুফিয়ান,পারভীন স্বামী জুয়েল, ফুলবানু স্বামী ইউসুফ মিস্ত্রি সহ আমাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।প্রতিপক্ষরা হলো পৌরসভা ৫ নং ওয়ার্ডের মৃত আমির হোসেনের ছেলে মোঃমাকসুদ(৪০)মাসুদের ছেলে মোঃজনি(২০) মাকসুদের স্ত্রী ঝর্ণা বেগম সহ আমাদেরকে মারধর করে ।ঘটনাটি ঘটে ২২ ই মার্চ ২০২৫ ইং শনিবার রাত ৮.৩০ মিনিটের সময় ঘরের ভিতরে ঢুকে বগি সহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন আহতদের উদ্ধার করে চরফ্যাশন হসপিটালে ভর্তি করেন এলাকাবাসী।ফুলভানু জানান আমাদের সাথে পূর্বের শত্রুতা রয়েছে এবং তাদের রাদহাস ঘরের সামনে বেধে রাখে বাধা দেলে আমাদেরকে মারধর করে । তিনি আরও বলেন আমরা বিভিন্ন শালিসগনের কাছে যাওয়ার জন্য বললে আরও জিদ করে এঘটনাটি ঘটিয়েছে।ইসমাইল ও এলাকা সুত্রে জানাযায় গত ১৫ বছর আওয়ামী লীগের ক্ষমতার দাপটে আমার এই হাসের খোপ জোর করে আমাদের ঘরের সামনে রাখে এবং হাসের পায়খানার গন্ধে রোজা ভাঙ্গিয়া যায় আমরা ডাক দিলে আমাদেরকে মারধর করে । আমরা বাংলাদেশ নৌবাহিনী নৌ কন্টিনজেন্ট কমান্ডারের কাছে দরখাস্ত লিখতে দেখে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে আজ আমাকে আমার স্ত্রী, জেট্টোস কে ও মারধর করে। এলাকা বাসী বলেন আসলে বিষয়টি খুব দুঃখজনক আমরা যদি না জাইতাম তাহলে হয়তো আরও খারাপ অবস্থা দেখতে হইতো।প্রতিপক্ষের মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমিজানুর রহমান হাওলাদার বলেন এবিষয়ে আমি একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।