গংগাচড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
- আপডেট টাইম : ০২:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ২৭ ৫০০০.০ বার পাঠক
রংপুরের গংগাচড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে গংগাচড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা’র নেতৃত্বে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন করেন গংগাচড়া উপজেলা প্রশাসন, গংগাচড়া মডেল থানা, মুক্তিযোদ্ধা সংসদ, স্কুল, কলেজ, প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক পেশাজীবি সংগঠন। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াত-শিবিরের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করেন, এদিকে সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা মাঠে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা, মেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের নানা পণ্যের ১৫টি স্টল রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, গংগাচড়া মডেল থানার ওসি আল এমরানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজ নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।