রাজধানীর শাজাহানপুর থেকে এজাহার ভুক্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নৃশংস হামলাকারী আসামী দুইজন গ্রেফতার
- আপডেট টাইম : ১২:১৩:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ২১ ৫০০০.০ বার পাঠক
গত ৩. ঘটনার তারিখ ও সময়ঃ- ১৫ ডিসেম্বর ২০২৪, রাত ২৩:১৫ এবং ২৩:৩০ ঘটিকায়।
৪. ঘটনাস্থলঃ- শাহজাহানপুর থানাধীন গুলবাগ ক্লাব মসজিদ রোড এবং শাহজাহানপুর আমতলা।
৫. ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: শাহজাহপুর থানার এসআই/আতিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ শাহজাহানপুর থানার মামলা নং-০২ তাং- ০৫/১১/২০২৪, ধারা- ১৪৩/১৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড এর এজাহার নামীয় ১০৫ নং আসামী মো: মিন্টু মিয়া(৫০), পিতা- আসাদ মিয়া, সাং- উত্তর বাউশিয়া, থানা – মেঘনা, জেলা- কুমিল্লা,এপি সাং- গুলবাগ, থানা- শাহজাহানপুর, ডিএমপি, ঢাকাকে শাহজাহানপুর থানাধীন গুলবাগ ক্লাব মসজিদ এলাকা থেকে এবং অপরাপর সন্ধিগ্ধ আসামী রায়হান সরকার রাতুল(২৮), পিতা- হান্নান সরকার, সাং- ৬৩৩/৫ উত্তর শাহজাহানপুর কে শাহজাহানপুর থানাধীন আমতলা এলাকা থেকে গ্রেফতার করেন। আসামী মো: মিন্টু মিয়া(৫০), ও রায়হান সরকার রাতুল(২৮) ০৫ আগস্ট, ২০২৪ এর পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি সম্পৃক্ত থেকে ছাত্রদের উপর হামলা চালিয়ে আহত করে।
৬. ভিকটিমের সংখ্যা ও বিবরণঃ- নাই
৭. উদ্ধারঃ- নাই
৮. আসামী/অভিযুক্তের নাম ও ঠিকানাঃ- ০১। মো: মিন্টু মিয়া(৫০), পিতা- আসাদ মিয়া, সাং- উত্তর বাউশিয়া, থানা – মেঘনা, জেলা- কুমিল্লা, এপি/সাং- গুলবাগ, থানা- শাহজাহানপুর, ডিএমপি, ঢাকা, ০২। রায়হান সরকার রাতুল(২৮), পিতা- হান্নান সরকার, সাং- ৬৩৩/৫ উত্তর শাহজাহানপুর।
৯. গ্রেফতারঃ- ০২ জন।
১০. গৃহীত ব্যবস্থা: চালান মোতাবেক কোর্টে প্রেরণ।
১১. আইন-শৃঙ্খলা পরিস্থিতিঃ- স্বাভাবিক।
১২. মন্তব্যঃ-
শ্রদ্ধান্তে,
মোঃ খায়রুল ইসলাম
অফিসার ইনচার্জ
শাহজাহানপুর থানা
ডিএমপি, ঢাকা।