ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::
সয়াবিনের পর অস্থির হচ্ছে ছোলার বাজার ডিসি ব্যবস্থা না নিলে আমাকেই নিতে হবে : রিজওয়ানা হাসান মোংলায় জামায়াতের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিবিসিকে ড. মুহাম্মদ ইউনূস এ বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে কাশেমপুর থানার ওসির সাইফুল প্রত্যাহার দাবিতে বিএনপি কর্মী ও আমজনতার মানববন্ধন কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের আগুন দুই কলোনির ২০ কক্ষ পুড়ে ছাই ভাঙ্গুড়ায় অবৈধ তিন ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা সোলাইমান সেলিম রোজা আছি, বই পড়ি, পরিবারের সাথে ফোনে কথা বলা যায় এমপিওভুক্ত শিক্ষকদের বড় সুখবর দিলেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

সিরিয়ায় ইসরায়েলের ভূমি দখলের নিন্দা ইরাক-কাতার-সৌদি আরবের

আন্তর্জাতিক রিপোর্ট
  • আপডেট টাইম : ০৬:৫৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / ২৮ ৫০০০.০ বার পাঠক

সিরিয়া সীমান্তে ইসরায়েলি ট্যাংক বহর
সিরিয়া সীমান্তে ইসরায়েলি ট্যাংক বহর। ছবি: এএফপি
সিরিয়ায় গোলান মালভূমির কাছে ইসরায়েলের ভূমি দখলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরাক, কাতার ও সৌদি আরব। ইসরায়েলের ভূমি দখলকে ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ।

গতকাল সোমবার সংবাদমাধ্যম আল জাজিরা ও সিএনএনে এসব তথ্য উঠে এসেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলে, ‘ইসরায়েলের এই অনুপ্রবেশ সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের ওপর ভয়ানক হামলা এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দখলদার ইসরায়েলের নির্ধারিত নীতি, বিশেষ করে সিরিয়ার ভূখণ্ড দখলের চেষ্টা এই অঞ্চলে সংঘাত ও সহিংসতা আরও বাড়াবে।’

রোববার সকালে বিদ্রোহীদের অভিযানের মুখে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর থেকে সিরিয়ায় বিমান হামলা ও ভূমি অধিগ্রহণ শুরু করে ইসরায়েল।

‘ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারাবাহিকতার’ সমালোচনা জানিয়ে সোমবার এক বিবৃতিতে সৌদি আরব জানায়, ‘সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও দেশের অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠার সুযোগকে নষ্ট করছে ইসরায়েল।’

দোহা ও রিয়াদের মতো একই কণ্ঠে ইসরায়েলের সমালোচনা জানিয়েছে বাগদাদ। ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলের বাফার জোনে প্রবেশ ১৯৭৪ সালের চুক্তির লঙ্ঘন: জাতিসংঘ

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। এরপর ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়। এই রেখার দুই পাশে ‘বাফার জোন’ প্রতিষ্ঠা করা হয় যেখানে চুক্তি অনুযায়ী কোনো দেশই সেনা মোতায়েন করতে পারবে না।

কিন্তু রোববার আসাদ পালিয়ে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের চুক্তির আর কার্যকারিতা নেই। তিনি বাফার জোনের পাশাপাশি এর আশেপাশের অঞ্চল দখলের নির্দেশ দেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ)।

এ নির্দেশ অনুযায়ী বাফার জোন অধিগ্রহণের পর রোববার হারমন পর্বতের সিরিয়ার অংশের দখল নেয় আইডিএফ।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার বাফার জোনে ইসরায়েলের উপস্থিতি ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন বলে ইসরায়েলকে সতর্ক করেছে জাতিসংঘের ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্স (ইউএনডিওএফ)। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক সোমবার এ তথ্য জানান।

ইসরায়েলি সেনারা বাফার জোনে প্রবেশ করেছে এবং সেখানে অন্তত তিনটি স্থানে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।13

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলের ভূমি দখলের নিন্দা ইরাক-কাতার-সৌদি আরবের

আপডেট টাইম : ০৬:৫৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

সিরিয়া সীমান্তে ইসরায়েলি ট্যাংক বহর
সিরিয়া সীমান্তে ইসরায়েলি ট্যাংক বহর। ছবি: এএফপি
সিরিয়ায় গোলান মালভূমির কাছে ইসরায়েলের ভূমি দখলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইরাক, কাতার ও সৌদি আরব। ইসরায়েলের ভূমি দখলকে ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন বলে অভিহিত করেছে জাতিসংঘ।

গতকাল সোমবার সংবাদমাধ্যম আল জাজিরা ও সিএনএনে এসব তথ্য উঠে এসেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলে, ‘ইসরায়েলের এই অনুপ্রবেশ সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের ওপর ভয়ানক হামলা এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দখলদার ইসরায়েলের নির্ধারিত নীতি, বিশেষ করে সিরিয়ার ভূখণ্ড দখলের চেষ্টা এই অঞ্চলে সংঘাত ও সহিংসতা আরও বাড়াবে।’

রোববার সকালে বিদ্রোহীদের অভিযানের মুখে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর থেকে সিরিয়ায় বিমান হামলা ও ভূমি অধিগ্রহণ শুরু করে ইসরায়েল।

‘ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারাবাহিকতার’ সমালোচনা জানিয়ে সোমবার এক বিবৃতিতে সৌদি আরব জানায়, ‘সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও দেশের অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠার সুযোগকে নষ্ট করছে ইসরায়েল।’

দোহা ও রিয়াদের মতো একই কণ্ঠে ইসরায়েলের সমালোচনা জানিয়েছে বাগদাদ। ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলের বাফার জোনে প্রবেশ ১৯৭৪ সালের চুক্তির লঙ্ঘন: জাতিসংঘ

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। এরপর ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়। এই রেখার দুই পাশে ‘বাফার জোন’ প্রতিষ্ঠা করা হয় যেখানে চুক্তি অনুযায়ী কোনো দেশই সেনা মোতায়েন করতে পারবে না।

কিন্তু রোববার আসাদ পালিয়ে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, সিরিয়ার সঙ্গে ১৯৭৪ সালের চুক্তির আর কার্যকারিতা নেই। তিনি বাফার জোনের পাশাপাশি এর আশেপাশের অঞ্চল দখলের নির্দেশ দেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ)।

এ নির্দেশ অনুযায়ী বাফার জোন অধিগ্রহণের পর রোববার হারমন পর্বতের সিরিয়ার অংশের দখল নেয় আইডিএফ।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার বাফার জোনে ইসরায়েলের উপস্থিতি ১৯৭৪ সালের চুক্তি লঙ্ঘন বলে ইসরায়েলকে সতর্ক করেছে জাতিসংঘের ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্স (ইউএনডিওএফ)। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক সোমবার এ তথ্য জানান।

ইসরায়েলি সেনারা বাফার জোনে প্রবেশ করেছে এবং সেখানে অন্তত তিনটি স্থানে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।13