সংবাদ শিরোনাম ::
কুমিল্লা ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র-গোলাবারুদ ও মাদক আটক
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১২:৩১:১৭ অপরাহ্ণ, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ৩১৭ ৫০০০.০ বার পাঠক
সাইফুল ইসলাম বিপ্লবী বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লা সদরের ভারতের সীমান্তবর্তী গাজীপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোররাত সাড়ে ৩ টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ মথুরাপুর বিওপি’র বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে জেলা সদরের সীমান্ত পিলার ২০৮২/১৩-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে “গাজীপুর” নামক স্থান হতে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী বন্ধুক, ৪টি গুলি, ২টি কার্তুজ, ৩৬টি টার্গেট ট্যাবলেট, ৪৮টি সেনেগ্রা ট্যাবলেট এবং ৯৯৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
উদ্ধারকৃত মাদক ও অস্ত্র কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত অস্ত্র-গোলাবারুদ এবং মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ ১৪ হাজার ৪ শত টাকা।
আরো খবর.......