বাংলাদেশ এর কুমিল্লা জেলা’য় কোতোয়ালি মডেল থানা’র চকবাজার পুলিশ ফাঁড়ি কর্তৃক মাদক বিরোধী অভিযানে – ৮৪ বোতল বিদেশি মদ, ৪৮ বোতল ফেন্সিডিল, ৯৩ বোতল স্কাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০,৮২,০৭০ টাকা সহ ০২ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার
- আপডেট টাইম : ০৬:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ৭১ ৫০০০.০ বার পাঠক
তথ্য মতে জানা যায় – বাংলাদেশ এর কুমিল্লা জেলা’য় ০৩-১২-২০২৪ ইং তারিখে রাত ১৯.৩০ ঘটিকা’য় কোতোয়ালি মডেল থানা’র চকবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরতো ইনচার্জ – মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে এসআই(নিঃ) মীর ইসলাম, এএসআই(নি:) / মোঃ ইলিয়াস ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকা’য় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদ এর ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন ৬ নং জগন্নাথপুর ইউনিয়ন শাহপুর পূর্বপাড়া মো: সহিদ মিয়ার বসত ঘরে পৌঁছে আশপাশ এর উপস্থিত জনতা’র সম্মুখে উক্ত বসত বাড়ির ভিতরে তল্লাশী করা’র পরবর্তীতে – ৮৪ বােতল বিদেশি মদ, ৪৮ বোতল ফেন্সিডিল, ৯৩ বোতল স্কাপ, ৭৯ বোতল বিয়ার, ৭৭৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১০,৮২,০৭০ টাকা সহ মাদক ব্যাবসায়ী’দ্বয় – মো: আব্দুল সাত্তার (৫২), পিতা – মৃত আবদি আলী, সাং – সাহপুর, থানা – কোতোয়ালী মডেল, জেলা – কুমিল্লা, বাংলাদেশ। মো: পারভেজ (১৫), পিতা – আ: হাই, মাতা – জোসনা বেগম, সাং – লালমাই দক্ষিন কাছার, থানা – সদর দক্ষিন মডলে, জেলা – কুমিল্লা, বাংলাদেশ। উক্ত মাদক ব্যাবসায়ী’দের গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে কোতোয়ালী মডেল থানা’য় মামলা নং – ০৮, তারিখ-০৪/১২/২০২৪ ইং মূলে ২০১৮ সাল এর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক)/১৪(গ)/২৪(খ)/২৬/৪১ ধারা’য় মামলা দায়ের হয়েছে। ও উক্ত মামলা’য় উক্ত মাদক বিরোধী অভিযানে উদ্ধার হওয়া মালামালের বিবরণ উল্লেখিতো রয়েছে।