শাহজাহানপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।
- আপডেট টাইম : ০৩:৪১:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ৫ ৫০০০.০ বার পাঠক
১ ডিসেম্বর: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর থানা পুলিশ গতকাল রাতে একটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন,১। রাজু (৩৫) এবং ২। মনি বেগম (৪০)।
পুলিশ তাদের কাছ থেকে প্রায় ৫০০০, টাকা মূল্যের ১২০ গ্রাম এবং ১৫০০০, টাকা মূল্যের ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
মোট মূল্যায় ২,০০০০ টাকার ৪৮০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রয়ের নগদ ১,২০০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহানপুর থানাধীন গুলবাগ এলাকায় একটি অভিযান চালিয়ে পুলিশ এই দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উল্লেখিত পরিমাণ গাঁজা এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকাবাসী পুলিশের এই সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১। রাজু (৩৫) এবং ২। মনি বেগম (৪০)। কে গ্রেফতার করে।
স্থানীয় গ্রামবাসী সময়ের কণ্ঠকে জানান পুলিশের এই অভিযানে আমরা স্বস্তি পেয়েছি আমরা পুলিশকে ধন্যবাদ জানাই।”
এ ঘটনায় শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।