সংবাদ শিরোনাম ::
চুরি যাওয়া গার্মেন্টস পণ্য ৫,৫৪৮.৬২ কেজি সুতা উদ্ধার; সাভার থানা পুলিশের অভিযানে ৩ প্রতারক গ্রেফতার
তথ্য পাঠিয়েছে সাভার থানার
- আপডেট টাইম : ০৩:৫৮:১১ অপরাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ৫১ ৫০০০.০ বার পাঠক
আসামী ১। মোস্তফা জামাল(৪৪) ২। নাজমুল হাসান (৩৫), ৩। মোঃ দেলোয়ার হোসেন (৪৪) কে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। গত ২১ অক্টোবর ২০২৪ বিকাল ০৪.০০ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানাধীন খাগান সাকিনস্থ (নিটিং) এ্যাপারেলস ভিলেজ লিঃ ফ্যাক্টরীতে উল্লেখিত আসামীরা সর্বমোট ৫,৫৪৮.৬২ কেজি সুতা যাহার মূল্য অনুমান =২২,০০,০০০/- টাকা প্রতারণা মূলকভাবে চুরি করে নিয়ে যায়। ঘটনার প্রেক্ষিতে সাভার মডেল থানার মামলা নং-৬০, তাং-৩১/১০/২০২৪ ইং, ধারা-৪০৬/৪২০/৩৭৯ The Penal Code, 1860; রুজু করা হয়। সাভার মডেল থানার একটি বিশেষ টিম গত ৩১/১২/২০২৪ খ্রিঃ ১২.৩৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউ.পি এলাকা ও গাজীপুর কোনাবাড়ী এলাকা হতে আসামীদের গ্রেফতার করা হয়েছে এবং চোরাই মাল উদ্ধার করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরো খবর.......