ঠাকুরগাঁওয়ে আম্পায়ার এন্ড স্কোয়ার্স এসোসিয়েশন এর পরিচিতি সভা
- আপডেট টাইম : ০৬:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ৪৪ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁওয়ে আম্পায়ার্স এন্ড স্কোয়ার্স এসোসিয়েশন এর নব গঠিত কমিটি ও উপদেষ্টা মন্ডলীদের পরিচিতি সভা অনু্িষ্ঠত হয়েছে।
বাংলাদেশ আম্পায়ার্স এন্ড স্কোয়ার্স এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আম্পায়ার্স এন্ড স্কোয়ার্স এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা মির্জা ফয়সল আমীন। এ সময় আরো বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সদস্য রাশেদ ইকবাল, সহ-সভাপতি অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী। উপদেষ্টা পরিষদের সদস্য ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, মোঃ নূরে শাহাদাত সজন, ফারুক হোসেন, শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।
বক্তারা এই অ্যাসোসিয়েশনকে আরো উন্নত করতে সকল সহযোগিতা করার আশ্বাস দেন। এছাড়াও ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক মুক্ত রাখতে ও একে গতিশীল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে নবনির্বাচিত আম্পিয়ারগণকে বাচ্চাদেরকে মাঠমুখী করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
নব গঠিত ১৫ সদস্য বিশিষ্ট আম্পায়ার্স এন্ড স্কোয়ার্স এসোসিয়েশন এ রয়েছেন সভাপতি আরিফ হোসেন, সহ সভপতি আশিকুর রহমান, সাধারন সম্পাদক মাহাবুব আলম, সহ সাধারণ সম্পাদক তৈমুর রহমান, কোষাধ্যক্ষ আশফাকুর রহমান, দপ্তর সম্পাদক পার্থ কুমার দত্ত। সাধারণ সদস্য রাশেদ ইকবাল, আবু সাদাত মো: তারেক, পীযৃষ কুমার দত্ত, মেহেদি হাসান, আবু জাফর, ফয়সল আলম, মোস্তবা রাফিত মাহী।
এছাড়াও আম্পায়ার্স এন্ড স্কোয়ার্স এসোসিয়েশন এর উপদেষ্টাগণেরা হলেন, মির্জা ফয়সল আমীন, শরিফুল ইসলাম শরিফ, ফারুক হোসেন, আবু দাউদ শামসুজ্জোহা, নূর এ শাহাদাৎ স্বজন, শিব প্রসাদ নিযোগী, মাহাবুব হোসেন তুহিন, লুৎফর রহমান মিঠু, ফারুক হোসেন জুলু।