বিশ্ব নেতাদের অনেকে ডক্টর ইউনুস এর সাথে সাক্ষাৎ করে ছবি তুলেছেন লাইন ধরে। যার মধ্যে ছিলেন
- আপডেট টাইম : ০৬:৫৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৫৭ ৫০০০.০ বার পাঠক
১) আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন।২)জাতিসংঘের মহাসচিব।
৩) জাতিসংঘের মানবাধিকার প্রধান। ৪) ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট।
৫) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। ৬) USAID administrator.
৭) নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী। ৮) পাকিস্তানের প্রধানমন্ত্রী।
৯) নেপালের প্রধানমন্ত্রী।১০) ইতালির প্রেসিডেন্ট।
১১) কুয়েতের ক্রাউন প্রিন্স। ১২) চীনের পররাষ্ট্রমন্ত্রীসহ আরও অনেকে।
শেখ হাসিনা গত ৫ বছরে এতজন হাই প্রোফাইল foreign dignitaries দের সাথে সাক্ষাৎ করেছে বলে মনে হয় না।
Dr.Yunus এর আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও গ্রহণযোগ্যতা বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। ছোট-খাটো বিষয়ে অনুযোগ অভিযোগ না করে এই মানুষটিকে সবাই মিলে সাহায্য করেন আমাদের দেশটাকে সঠিক পথে নিয়ে আসতে। উনি ৮৪ বছরের বয়স্ক মানুষ। বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে তাঁর পাওয়ার কিছুই নাই। সম্মান, পরিচিতি, খ্যাতি, টাকা তাঁর সব আছে। আমাদের দেশকে উনি দিতে পারেন অনেক কিছু, যদি আমরা ফালতু বিষয় নিয়ে বিতর্ক না করে, নিজেদের মধ্যে ভেদাভেদ বাদ দিয়ে তাঁকে একটু সহযোগিতা করি। এমন সুযোগ এই জাতির জীবনে নিকট ভবিষ্যতে আর আসবেনা।
আমার দেশ এই মুহূর্তে পৃথিবীর একমাত্র দেশ যার সরকার প্রধান একজন নোবেল Laureate। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে Dr. Yunus যখন বক্তৃতা দিতে দাঁড়াবেন, টিভির পর্দায় চোখ রাখুন। আমার বিশ্বাস, সারা পৃথিবীর সরকার প্রধানরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লম্বা সময় নিয়ে হাত তালি দিয়ে উনাকে সম্মান জানাবে। বিশ্বের বুকে আমার বাংলাদেশ, আপনার বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল্লাহ।
#DrYunus sir