কালিয়াকৈরে বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
- আপডেট টাইম : ০২:০৪:২৬ অপরাহ্ণ, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈরে খাড়াজোড়া এলাকায় বাংলাদেশে এ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ঐ কলেজের ছাত্র-ছাত্রীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীরা প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ত্রিশ মিনিট অবরোধ করে রাখেন।
ছাত্র-ছাত্রীরা বলেন, বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল প্রশান্ত রাহুল বাড়ই কলেজের লেখা-পড়া ও অন্যান্য উন্নয়ন করতে ব্যর্থ। তাই আমরা একদফা এক দাবিতে মহাসড়ক অবরোধ করেছি এবং প্রিন্সিপালের পদত্যাগ চাই।
এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানবাহনে থাকা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
পরে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলার ইউএনও কাউসার আহমেদ এর সাথে ফোনে যোগাযোগ করিয়ে দেন ঐ কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে থাকা সামওয়েল বালার সাথে। পরে ইউএনও কাউসার আহমেদ বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট নার্সিং কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সামওয়েল বাংলাকে আশ্বস্ত করে বলেন বিষয়টি যাচাই করে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে চলে গেলেও মহাসড়কে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং দীর্ঘ সময় পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালিয়াকৈর থানার ওসি অপারেশন জোবায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে। পরবর্তীতে ওসি অপারেশন জোবায়েরের সাথে ফোনে বিষয়টি জানতে চাইলে ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলি বলে ফোন রেখে দেন।