রায়পুর পৌরসভার উদ্যোগে ডাকাতিয়া নদী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

- আপডেট টাইম : ০৯:৫৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৪ ১৫০০০.০ বার পাঠক
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার অংশে ডাকতিয়া নদীর পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছেন রায়পুর পৌর প্রশাসক।
২৬ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার রায়পুর মহিলা কলেজের সামনে থেকে শুরু হয় পৌর প্রশাসক পদ্মাসন সিংহের নেতৃত্বে পৌরসভার অংশে ডাকতিয়া নদীর পরিষ্কার পরিচ্ছন্নতার এই অভিযান ।
এসময় দখল মুক্ত করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পৌর প্রশাসক পদ্মাসন সিংহ বলেন, ডাকাতিয়া নদী দখল মুক্ত করার বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছি। খুব শীঘ্রই দখল মুক্ত করনের কাজ শুরু হবে , নদীর উপরে থাকা সকল অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে। পানি প্রবাহে বিঘ্নিত হয় এমন বাঁধ গুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে, ডাকাতিয়া নদী হচ্ছে রায়পুরের প্রধান নদী, খুব শীগ্রই এটি হবে দখল মুক্ত।
সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো: ইমরান খান সম্পদ, উপজেলা ভূমি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান সহ উপজেলা ও পৌর কর্মকর্তাবৃন্দ